নারায়ণগঞ্জের বন্দরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বন্দর শাহী মসজিদ এলাকার হাবিবুর রহমান হাবুর স্ত্রী মোসা. আছমা বেগম (৪২), কুমিল্লা জেলার বুড়িচং থানার মোকাম এলাকার আব্দুল মালেকের ছেলে রুবেল (৩০) ও একাই জেলার চান্দিনা থানার মহা আড়ৎ এলাকার মো. ধনু মিয়ার ছেলে মো. জাকির হোসেন (২৮)। এসময় তাদের হেফজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকালে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের রূপগঞ্জ জোনের ওসি নজরুল এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলা থেকে একটি চক্র নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছে। গত সোমবার মাদকের একটি চালান নারায়ণগঞ্জ বন্দরে শাহী মসজিদ বৌ বাজার এলাকায় আসছে এমন সংবাদে ওই এলাকার হাবিবুর রহমান হাবুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের তাদের হেফজত থেকে খাটের নীচে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।