সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এসময় তাদের কাছ থেকে শ্যাওলা কালারের ২টি কটি (জ্যাকেট) যাহার সামনে পিছনে হলুদ রংয়ের স্টিকার দ্বারা ইংরেজিতে ইউ লেখা আছে, ২ জোড়া স্টিলের হ্যান্ডকাপ, ১ জোড়া হ্যান্ডকাপের চাবি, ১টি পুরাতন অকেজো ওয়াকিটকি (ওয়ার্লেস সেট), ১টি কাঠের তৈরী ওয়াকিটকি সদৃশ্য বস্তু (ওয়ার্লেস সেট) ১টি কালো রংয়ের খেলনা পিস্তুল (রিভালবার), ১টি আর্মি পোশাকের সদৃশ্য কটি (জ্যাকেট), ১টি সাদা রংয়ের নম্বর প্লেট যাহাতে ইংরেজিতে উঐঅকঅ গঊঞজঙ – ঐঅ-৪৮- ৭৮৫৪ লেখা আছে ও ২টি চাপাতি উদ্ধার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- খলিলুর রহমান মৃধা, জামাল আকন, আবু সালে হাওলাদার, বিল্লাল, আবু হানিফ, মো: ইউসুফ প্রমুখ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, এই চক্রটি দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবহনে হানা দিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এরপর অস্ত্রের নুখে মানুষকে জিম্মি করে তাদের কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী ডাকাতি করে নিয়ে যায়। বিশেষ করে তারা ডাকাতির উদ্দেশ্যে বিদেশ ফেরত প্রবাসিদের গাড়ি টার্গেট করে রাস্তা থেকেই পিছু নেয়।
স¤প্রতি এমন বেশ কয়েকটি ঘটনায় জেলা ডিবি পুলিশ চক্রটি সম্পর্কে গোয়েন্দা নজরদারি শুরু করে। সোমবার রাতে চক্রটি ডিবি পুলিশ সেজে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতির নিচ্ছে এমন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় ডিবি পুলিশের ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম ও ধারালো অস্ত্রসহ ছয়জনকে আটক করে।
তাদের কাছ থেকে জব্দ করা হয় গাড়ির নম্বর প্লেট, ডিবি পুলিশের ব্যবহৃত দুইটি জ্যাকেট, দুই জোড়া স্টিলের হাতকড়া, ১টি পুরাতন অকেজো ওয়াকিটকি, ১টি কালো রংয়ের খেলনা পিস্তল, ১টি আর্মি পোষাকের সদৃশ্য কটি জ্যাকেট ও স্টিলের তৈরী দুইটি চাপাতি।
জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে ইতিপূর্বে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নতুন করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে।