নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত পরিষদের প্যানেল পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ হিমালয় চাইনিজ রেষ্টুরেন্টে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এর মনোনীত পরিষদের প্যানেল পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার মোঃ রুহুল কুদ্দুস( কাজল) নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ূন কবির এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি মোঃ গিয়াসউদ্দিন, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান, এড. নবী হোসেন, এড. রফিক উদ্দিন আহমদ, এড. হাফিজুল ইসলাম মোল্লা, এড. রেজাউল করিম, এড. মতিউর রহমান মতি,এড, খোরশেদ আলম মোল্লা, এড. ফাতেমা মাসুদ প্রমূখ।
প্যানেলের সদস্যরা হলেন সভাপতি পদে এড. আহসান হাবীব শাহিন , সিনিয়র সহ-সভাপতি পদে এড. সুমন মিয়া, সহ-সভাপতি পদে এড. জুবের আলম জীবন, সাধারণ সম্পাদক পদে এড. এইচ এম আনোয়ার প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. জাহিদুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ পদে এড. শেখ আঞ্জুম আহম্মেদ রিফাত, আপ্যায়ণ সম্পাদক পদে এড. আসমা হেলেন বিথী, লাইব্রেরী সম্পাদক পদে এড. মো. রোকন উদ্দিন, ক্রীড়া সম্পাদক পদে এড. রাসেল প্রধান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. সারোয়ার জাহান, সমাজ সেবা সম্পাদক পদে এড. গোলাম সারোয়ার, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে এড. হাবিবুর রহমান হাবিব, কার্যকরী সদস্য পদে এড. ফাতেমা খাতুন, এড. আবুল কালাম আজাদ, এড. মোহাম্মদ সুমন মিয়া, এড. আদনান মোল্লা, এড. সাজিয়া আক্তার।
প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে আইনজীবী সমিতির নবনির্মিত ডিজিটাল বার ভবনের দ্বিতীয় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । মোট ভোটার ১১৫১জন।