শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ফতুল্লার আলোচিত সামাজিক সংগঠন রসূলবাগ যুব সংঘ।
গতকাল সকালে প্রায় পাঁচশতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি তাজুল ইসলাম রাজীবের সার্বিক সহযোগিতায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফকরুল ইসলাম রাহাত, সদস্য সচিব মাহামুদুল ইসলাম রিফাত, সাধারণ সম্পাদক শেখ সেলিম, রফিকুল ইসলাম, তোতা মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।কম্বল পেয়ে বেজায় খুশী ইসদাইরের রাবেয়া আক্তার। বলেন, প্রচন্ড শীতের মধ্যে কম্বলের অভাবে খুব কষ্টে রাত পাড় করেছি সন্তানদের নিয়ে। শান্তিতে রাতে ঘুমাতে পারেনি ছোট ছোট বাচ্চাগুলো। এখন থেকে আর রাতে কাঁথা দিয়ে কষ্ট করে ঘুমাতে হবে না। এই কম্বল অনেক উপকারে আসবে। যারা এই আয়োজন করেছে তাদের জন্য অন্তর থেকে দোয়া। রিক্সা চালক জাফর বলেন, কম্বল কিনে শীত নিবারণের মতো অবস্থা ছিল না। বস্তি ঘরে স্ত্রী-সন্তানদের নিয়ে শীত কাটাতে হয় ছোট এক কাঁথা দিয়ে। এই কম্বল আমাদের জন্য আশীর্বাদ। উল্লেখ্য, রসূলবাগ যুব সংঘ সব সময়ই সামাজিক কাজে জড়িয়ে থাকে। মহামারি করোনার সময় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ চাকরীহারা মানুষদের মাঝে খাবার বিতরণ করেছে। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের স্কুল-কলেজ-মাদ্রাসায় ভর্তি থেকে করে সমাজ থেকে মাদক দূর করতে অগ্রনী ভ‚মিকা পালন করছে। এমনকি পুরো এলাকায় নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা করেছে সংগঠনটি। যার কারনে রসূলবাগ এলাকায় নেই চুরি-ডাকাতি কিংবা ছিনতাইয়ের ঘটনা। আর এসবের নেপথ্যের কারিকর হিসেবে যুব সমাজকে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন সংগঠনের সভাপতি তাজুল ইসলাম রাজীব।