নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১৪ ও ১৫নং ওয়ার্ডের ত্রি-বার্ষিকী সম্মেলন সফল করার লক্ষে ১৪নং ওয়ার্ডের আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে ত্রি-বার্ষিকী সম্মেলন সফল করেছেন।
শুক্রবার (২৭ জানুয়ারী) বিকালে শহরে বোয়ালিয়া খাল সংলগ্ন সড়কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও প্রধান বক্তা হিসেবে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
নবনির্বাচিত সেক্রেটারি মনিরুজ্জামান মনির বলেন, আমি বিশ্বাস করি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর আদর্শকে। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে তাই আজকে আমি আনন্দিত ও গর্ভিত। গর্ভ করে বলতে পারি আমাদের নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্দশের নেতৃবৃন্দদের নিয়ে। স্বর্ণ কার স্বর্ণ চিনে কষ্ঠি পাথরে ঘষে আর আমাদের নেতারা চিনেছে দলের জন্য বিনা সার্থে কাজ করার জন্যে। তাই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জের আওয়ামীলীগের নেতৃবৃন্দরা তেগী নেতা কর্মীদের আজ মূল্যায়ন করায় ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরোও বলেন, আমি বিগত দিনে ওয়ার্ডের ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ছিলামা। শহর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের পদ সফল ভাবে দায়ীত্ব পালন করেছি। সেই সময় স্বৈরাচার এরশাদের পতনের আন্দোলনে অগ্রহণী ভূমিকা পালন করতে গিয়ে দীর্ঘ এক মাসের উপরে কারাবাস থাকতে হয়েছে আমাকে। অনেক জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। এমন সময়ও পড় করেছি রাজনিতীতে এসে মা-বাবা আত্মীয়-স্বজন ছাড়া আমাকে পালিয়ে থাকতেও হয়েছে। কিন্তু পালিয়ে থেকেও রাজপথ দখল করে রেখেছি। রাজপথের আন্দোলন-সংগ্রামের ময়দান থেকে কখনও সরে দাঁড়ায়নি। আমার দলের জন্যে যদি কিছু করতে গিয়ে আমার কিছু হয় তাও মেনে নিব। আল্লাহ যেন আমাকে হায়াত দেন যাতে আমার ওয়ার্ড থেকে আওয়ামীলীগের পরিচ্ছন্ন নেতা তৈয়রী করতে পারি।
এসময় সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড.হান্নান আহমেদ দুলালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মঞ্চের প্রথম সাড়িতে বসাছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-সভাপতি রবিউল, ডা.আতিকুজ্জামান, আহসান হাবিব, জিএম আরমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অংশে ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪নং ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হন এস,এম,পারভেজ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ১৫নং ওয়ার্ডে সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক প্রতীক ঘোষাল (পল)।