নারায়ণগঞ্জে হক প্লাজায় Zaarra’h -313 ( জাররাহ্ -৩১৩) ফ্যাশনের শুভ উদ্বোধন করা হয়েছে। জাররাহ্ -৩১৩ এর ফ্যাশনের উদ্বোধন করেন চ্যানেল আই এর সেরা কন্ঠ শিল্পী কানিজ খাদিজা তিন্নি ও Zaarra’h-313 ফ্যাশনের কর্ণধার আফসানা আহমেদ জেসি।
শনিরার ( ২৮ জানুয়ারী ) বিকাল বাদ আসর নারায়ণগঞ্জ চাষাড়াস্থ হক প্লাজায় ২য় তলার সিড়ি সংলগ্নে ফিতা ও কেক কাটার মাধ্যমে আধুনিক, অভিজাত একটি পোশাকের শোরুম উদ্বোধন করা হয়।
চ্যানেল আই এর সেরা কন্ঠ শিল্পী কানিজ খাদিজা তিন্নি বলেন, Zaarra’h -313 ( জাররাহ্ -৩১৩) ফ্যাশনের কর্ণধার একজন নারী উদ্যোক্তা। তিনি সহ এ প্রতিষ্ঠানের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এতো সুন্দর একটি শোরুমে উদ্বোধনে আমন্ত্রনের জন্য । আমি এই শপিংমলে এসে মুগ্ধ হয়েছি। যতটা সুন্দর এ শপিংমল ততটাই সুন্দর এখানকার পন্য গুলো যেমন মানসম্মত ও গুণগত মানের তেমনি দামে সাশ্রয় ড্রেস, বেগ অনেক পণ্য রয়ছে যা অতুলনীয়। Zaarra’h -313 ( জাররাহ্ -৩১৩) ফ্যাশনের কালেকশন খুবই ভালো মানের তাই যত দূর দূরান্তের কেন্দ্র রয়েছে তারা একবার হলেও ঘুরে যেতে পারেন আমি সেই আহ্বান জানাই।
Zaarra’h -313 ( জাররাহ্ -৩১৩) এর কর্ণধার আফসানা আহমেদ জেসি আগত ক্রেতা বৃন্দদের উদ্দেশ্য করে বলেন, মূলত আমার পরিবার ব্যবসায়ী পরিবার। আমি নারায়ণগঞ্জের মেয়ে ও বউ। যেহেতু আমি একজন নারী উদ্যোক্তা। যেহেতুক পোশাক শিল্পের জন্য বিশ্বের দরবারে অন্যতম পরিচিতি লাভ করেছে তাই সেই চিন্তাধারা অব্যাহত রেখে এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের জাররাহ্ শোরুমে কোন ক্রেতা আসলে সেই কে ক্রেতাকে কোন জায়গায় বা দোকানে যেতে হবে না। কারণ আমরা মেয়েদের জন্য সকল ধরনের মানসম্মত রুচিশীল দেশী-বিদেশী সবধরণের পণ্য কালেকশন করয়েছে।
Zaarra’h -313 ( জাররাহ্ -৩১৩) ফ্যাশনের সহকারি পরিচালক জে আর রাসেল আহমেদ বলেন, আসলে আমাদের অনেক দিনের স্বপ্ন আমার সহধর্মিনী যেহেতুক নারী উদ্যোক্তা। তাকে দীর্ঘদিন ধরে বলে আসছি কিছি একটা করবো। আমার মায়ের মৃত্যুর ৬২ দিন। মূলত আমি লেখাপড়ার পাশাপাশি ব্যবসা করেছি। তাই আমরা ব্যবসায়ী পরিবারের সন্তান। অনেকেই বলবেন এ নামে কেনো শোরুম মূলত জাররাহ্ হল আমার মেয়ে আর ৩১৩ হচ্ছে আমাদের প্রিয় নবীজীর সাহাবি তাই Zaarra’h -313 ( জাররাহ্ -৩১৩) ফ্যাশনের নামে নামকরণ করা হয়েছে। আমাদের এখানে দেশীয়, ভারতীয় ও পাকিস্তানি সহ বিভিন্ন দেশ থেকে মেয়েদের পোশাক গুলো কালেকশন করে খাকি। আমরা তাস্টোমারদের চিন্তা করে এবং প্রতিষ্ঠানের সুনামের জন্য আমরা ক্রেতা গণকে সাশ্রয় মূল্যে পণ্য বিক্রি করব।
এসময় উপস্থিতি ছিলেন, ফরাজিকান্দা জামের মসজিদের হাজী সলিম মোল্লা, হাজী সিরাজুল মন্সি, বিল্লাল মুন্সি, মালেক মুন্সি, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ সভাপতি ও মহানগর যুবলীগ নেতা এইচ এম রাসেল, সেক্রেটারী ও কাশিপুর ইউনিয়ণ আওয়ামীলীগের যুব ও ক্রীরা সম্পাদক জে আর রাসেল, মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদর সভাপতি হামদানউর রহমান শান্ত, ইভানা সিনহা, ফালান মোল্লা, খোকন, বাদল, ফয়সাল, তানজিম , মানব কল্যান পরিষদের চেয়ারম্যন এম এ মান্নান, সাংবাদিক সায়েম প্রমুখ।
Zaarra’h -313 ( জাররাহ্ -৩১৩) ফ্যাশনের প্রথম কাস্টোমার মুক্তার হোসেন সরদার থ্রিপিস একটার মূল্য ১৪শ পঞ্চাশ টাকায় ক্রয় করতে পেরে তিনি সকলকে আহবান জানিয়েছেন।