সিদ্ধিরগঞ্জ ঢাকেরশ্বরী এলাকার এক সময়ের বেবি চালক বক্কর মোল্লা বর্তমানে ঐতিহ্যবাহী পরিবারে উত্তরসুরী আজমেরি ওসমানের নাম ভাঙ্গিয়ে এলাকার ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে ।নিজের নিয়ন্ত্রনে নিয়েছে মাদক ব্যবসা , জুট সন্ত্রাসী ও কিশোর গ্যাং।রাস্তায়
নামলে যেন মনে হয় কোন ভিআইপি যাচ্ছে ।সামনে মোটর সাইকেলের মহুড়া পিছনে প্রাইভেটাকার ।এভাবেই রাস্তা দখল করে চলাফেরা করে তারা ।সব কর্মকান্ড নিরবে দেখে যাচ্ছে এলাকাবাসি ।ভয়ে কেউ কিছু বলতে পাড়ছে না ।
এলাকাবাসি জানান, সিদ্ধিরগঞ্জ ২ নং ঢাকেরশ^রী গোদনাইল এলাকার মৃত. হাশেম মোল্লার ছেলে বক্কর মোল্লা এক সময় বেবি চালাত ।পরে এলাকার যুবলীগ নামধারী নেতা কাজী আমিরের হাত ধরে গড়ে তুলে কিশোর গ্যাং ।নিয়ন্ত্রনে নেন অপরাধ জগত ।তার পর থেকে আর পিছু তাকাতে হয়নি তার ।চালিয়ে যাচ্ছে তার অপরাধ জগত । রাস্তায় বেড় হলেই থাকে মোটরসাইকেল বাহিনী ।আতংক থাকে সাধারণ জনগন ।
এলাকাবাসি আরো জানান, বক্কর মোল্লা লামিয়া টের্ডাস নামে সিদ্ধিরগঞ্জ ঢাকেরশ্ববরীতে অফিস খুলে বসেছেন ।সেখানে বসে কিশোর গ্যাং ,মাদক ও জুট নিয়ন্ত্রন করছেন । গড়ে তুলেছেন টর্চারসেল ।সেখানে সাধারণ মানুষকে জিম্মি করে আদায় করা হয় চাঁদা ।শুধু তা নয় সেখানে বসে তার দুই ভাই দেলু ও আল আমিন আর বোন নাজমা আক্তার ও ঝর্না আক্তারের সুদ ব্যবসা নিয়ন্ত্রন করেন ।সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করছে ।এভাবে সাধারণ মানুষ সর্বশান্ত হচ্ছে ।
স্থানীয় এক কাউন্সিলর জানান, ঐতিহ্যবাহী পরিবারে উত্তরসুরী আজমেরি ওসমানের নাম ভাঙ্গিয়ে নামধারী নেতা কাজী আমির ও বক্কর মোল্লা ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে ।এমন কোন অপরাধ নাই তারা করছে না ।চাদাবাজি ,মাদক ও কিশোর গ্যাং তাদের নিয়ন্ত্রনে ।কাউন্সিল হিসাবে আমার কাছে অনেক বিচার আসে কিন্তু কিছু করতে পারি না । শুধু শুনে যাচ্ছি আর দেখে যাচ্ছি ।কিছু করতে পারছি না।কারণ বড় দরবারের লোক ।