1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ অপরাহ্ন

ত্যাগী ও যোগ্যদের বাদদিয়ে জেলা ছাত্রদলের কমিটির বিরুদ্বে হাজারো নেতাকর্মীর বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৪৯৩ Time View

ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের কাছে ভূল তথ্য উপস্থাপন করে, ত্যাগী, যোগ্য ও সক্রিয় নেতাকর্মীদের বঞ্চিত করে,রাজনৈতিক ব্যবসায়ী সিন্ডিকেটের অনুগত অযোগ্য ও  আওয়ামী লীগ পন্থীদের নিয়ে জেলা ছাত্রদলের কমিটি ঘোষনাকে কেন্দ্র করে ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর পকেট কমিটির বিরুদ্ধে ছাত্রদলের পদবঞ্চিতরা হাজারো নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের সাবেক ও বর্তমান কমিটি নেতৃবৃন্দরা।

 

সোমবার ( ৩০ জানুয়ারী ) সকালে নারায়ণগঞ্জ চাষাড়া চত্বর, নারায়ণগঞ্জ প্রেসক্লাব, শহীদ মিনার প্রাঙ্গন, লিং রোড ও সাইনবোর্ড এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদি মিছিল করা হয়। এসময় পুলিশের বাধায় পরে ৪টি স্পটে সংক্ষিপ্ত ভিক্ষোভ মিছিল করা হয়েছে।

 

নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ বলেন, যারা রাজপথে মামলা হামলা সিকার হয়েছে সেই ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে বর্তমান জেলা ছাত্রদলের অযোগ্যদের পদায়ন করিয় কমিটি হয়েছে। আমাদের অভিভাবক দেশনায়ক তারেক রহমানের কাছে মিথ্যা তথ্য দিয়ে একমিটি হয়েছে। আজকে রাজপথের ত্যাগী ও পদবঞ্চিতরা নারায়ণগঞ্জ ৪টি স্পটে পুলিশের বাধায় পরে সংক্ষিপ্ত ভিক্ষোভ মিছিল করেছে। আজকে যাকে জেলা ছাত্রদলে কমিটিতে সভাপতি করা হয়েছে তার বিরুদ্বে কটা মামলা রয়েছে আপনারা যবর নিয়ে দেখেন। আমার বিরুদ্বে বর্তমানে ৫৩ টি মামলা রয়েছে এবং ৭বার জেলও খেটেছে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছি আমি। এর মধ্য কে জেলা কমিটিতে যোগ্য তা আমার সংবাদ মাধ্যম ভাইয়েরা তদন্ত করে দেখেন।

 

তিনি আরোও বলেন, আমারা আহবান করবো বিএনপির ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ভবিষ্যৎতে দেশের রাষ্ট্রনায়ক তারেক রহমানের মহদয় আপনি নিজে হস্তক্ষেপের মাধ্যমে তদারকি করে খবর নিবেন। এবং রাজপথের পরীক্ষিত বঞ্চিতদের নেতাকর্মীদের কমিটিতে স্থান দেওয়। এবং আওয়ামীলীগ পন্থী যারা তাদের প্রতি খোজ-খবর নিয়ে কমিটিকে পণ্য উদ্ধার করে আসল নেতাকর্মীদেরকে মূল্যায়ন করবেন আমরা সেই আহবান জানাই।

 

রুপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুসুদুর রহমান মাসুদ বলেছেন, আমি ২০০৮ থেকে ১২ ও ১৪ সালে রাজনিতী জেল খেটেছি। বর্তমানে আমার ৪টা ওয়ারেন্ট রয়েছে। কিছুদিন আগে আমাকে বাড়িতে না পেয়ে আমার বাবা, মাকে পা ভেঙ্গে দেয়। এবং বিভিন্ন সময় আমি নির্যাতিত হই। কেন্দ্র থেকে নির্দেশ ছিল আমাকে জেলা কমিটিতে সভাপতি বা সেক্রেটারী পদ যেন দেওয়া হয়। যে খানে আমি সভাপতি বা সেক্রটারী পদে থাকার কথা সেখানে আমার নামই নেই। যারা এ কমিটিতে পদ-পদবী পেয়েছে তারা দলের জন্য কি করেছে! আমিতো রাজনীতিতে এসে দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি, জেল খেটেছি আমার বাড়ি ঘর জ্বালিয়েছে।

 

তিনি আরোও বলেন, আমি কেন্দ্রে যোগাযোগ করলে তারা বলেছেন আমাদের কোন হাত ছিল না। যারা কমিটি পেয়েছে তারা দলের জন্য কি করেছে। তারা আয়ামীলীগের সাথে আতাত করে চলেছে। এবং তাদের নিজ এলাকায় নিজস্ব কোন কর্মী নেই। দলের জন্য কোন অগ্রহণী ভূমিকা পালন করেন নাই। একটা সিন্ডিকেটের মাধ্যমে তারা কমিটি ছিনিয়ে নিয়েছে। আমরা দলের ক্লান্তি লগ্নে যে আন্দোলন-সংগ্রাম করেছি তা চলমান থাকবে। এবং আওয়ামীলীগ পন্থী পকেট কমিটিকে ভেঙে পণরায় কমিটি করার আহবান জানাচ্ছি। তা না হলে আমাদের আন্দোলন-সংগ্রাম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL