নারায়ণগঞ্জ শহর ও শহরতলী এলাকার আবাসিক চুলায় গ্যাস সংকট নিরসন ও নিরবিচ্ছিন্ন পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবীতে তিতাস গ্যাস অফিস “ঘেরাও”, মানববন্ধন, ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছ। “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় চাষাড়া বালুর মাঠস্থিত তিতাস গ্যাস অফিস “ঘেরাও” কর্মসূচী পালিত হয়।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন এর সঞ্চালনায় তিতাস গ্যাস অফিস ঘেরাও কর্মসূচীতে বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য এড. মাহবুবুর রহমান মাসুম, এড. মাহবুবুর রহমান ইসমাইল, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব জনাব রফিউর রাব্বি, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হক, সিপিবি নেতা বিমল কান্তি দাস, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা অলি উদ্দিন ভূইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেত্রী রাশিদা বেগম, আলহাজ্ব আঃ মান্নান পটু, সম্পাদক মন্ডলীর সদস্য পপি রানী সরকার, দিলারা মাসুম ময়না প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- সভাপতি মন্ডলীর সদস্য আঃ কুদ্দুস আজাদ, সম্পাদক মন্ডলীর সদস্য আনোয়ার হোসেন দেওয়ান, হাজী আঃ সাত্তার ভুট্টু, হাজী ইমামুল হাসান হিমু, উপদেষ্টা ডাঃ এস.এম মোসাদ্দেক, এ ওয়াই এম হাসমত উল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ্, প্রচার সম্পাদক ওহিদুজ্জামান জামান, মোঃ আবুল হোসেন সরদার, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির পোকন, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক তাহের উদ্দিন সানি, মোঃ রফিকুল ইসলাম, সমাজ অনুশীলন কেন্দ্রের পরিচালক রঘু রঞ্জন রায়, স্কপ নেতা আলী আজগর, জহিরুল ইসলাম মিন্টু, তোফাজ্জল হোসেন, আঃ খালেক সিদ্দিক, সাইফুল ইসলাম, উত্তম কুমার দাস পান্ডু, মোহাম্মদ আলী, হাজী আঃ রহিম, মোঃ মিয়া চাঁন, দেলোয়ার হোসেন দেলু, খ ম সুলতান, মোঃ ফয়সাল, অপূর্ব, হাজী আব্দুস সালাম, নূর হোসেন, শুক্কুর, অনুপম সরকার, ইয়াকুব আলী, আঃ রব, মোঃ টিটুল, মোঃ আজিম উদ্দিন, মোস্তাফিজুর রহমান শিপলু, মোঃ সুলতান, মিরাজ, আতর আলী, ফরমান, মোঃ ওয়াহিদ, মোঃ রিজন, মোঃ হীরা, মোঃ ইকবাল হোসেন শেখ, মোঃ লিটন, আবুল হোসেন বেপারী, মোঃ বাবুল মিয়া বাবুর্চি প্রমুখ।
উপস্থিত বক্তাগণ গ্যাসের এই তীব্র সংকট সমাধানের লক্ষ্যে অনতিবিলম্বে আবাসিক চুলায় নিরবিচ্ছিন্ন পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবী জানান এবং নারায়ণগঞ্জ শহর ও শহরতলীতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করনে গোদনাইল-পঞ্চবটি নবমির্মিত ১২ ইঞ্চি লাইনের চাষাড়া পয়েন্ট হতে নিতাইগঞ্জ পর্যন্ত প্রতিশ্রুত ৬ ইঞ্চি সরবরাহ পাইপ লাইন স্থাপন ও পুরোনো সার্ভিস পাইপ লাইন সংস্কার করে নতুন অধিক ব্যাসের পাইপ স্থাপন করার জোর দাবী জানান। অন্যথায় ভুক্তভোগী সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বৃহত্তর কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে।
সংগঠনের উপদেষ্টা এড. মাহবুবুর রহমান মাসুম বলেন, গ্যাসের জন্য মানুষ ঠিক মতো রান্না করতে পারে না। ছেলে-মেয়ে স্কুলে যাওয়ার সময় নাস্তা দিতে পারে না। রাত্রী জেগেও গ্যাসের অভাবে রান্না করতে পারে না। তাই তিতাস কর্তৃপক্ষকে অনুরোধ করছি, আপনাদের জটিল সমস্যা যদি থাকে অন্ততপক্ষে ভোর ৬ টা থেকে বেলা ২ পর্যন্ত আমাদের গ্যাস দেন। তারপরে রাত ৮ টার পর থেকে আবার গ্যাস দেন।
তিনি আরো বলেন, যদি গ্যাস সরবরাহ স্বাভাবিক করা না হয় তাহলে জনগণকে সাথে নিয়ে হরতালের কর্মসূচী ঘোষনা করা হবে।
কর্মসূচীতে খানপুর, গলাচিপা, মাসদাইর, ভূইয়ারবাগ, আদর্শগ্রাম, নাগবাড়ি, বাবুরাইল, জল্লারপাড়, পাইকপাড়া, শহীদ নগর সহ বিভিন্ন পাড়া মহল্লা থেকে ব্যানার ও মিছিল সহকারে বিভিন্ন বয়সের নারী-পুরুষ যুবকদের খন্ড খন্ড মিছিল ঝাড়ু এবং প্লেকার্ড নিয়ে এসে ঘেরাও কর্মসূচী সফল করেন এবং ঘেরাও শেষে একটি বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু সড়ক-চাষাড়া গোল চত্তর প্রদক্ষিন করে আবার তিতাস গ্যাস অফিসের সম্মুখে এসে শেষ হয়। অতঃপর মহা-ব্যবস্থাপক বরাবরে স্থানীয় উপ ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে তাঁর নিকট একটি স্মারক লিপি প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ তার সমাপনী বক্তব্যে বলেন, অনতিবিলম্বে আবাসিক চুলায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা না হলে এই তিতাস গ্যাস অফিসের সম্মুখে ভুক্তভুগী মা-বোনদের নিয়ে লাগাতার অবস্থান কর্মসূচী পালন করা হবে। যতদিন পর্যন্ত পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা না হয় এখানেই ততদিন পর্যন্ত মাটির চুলায় রান্না করবো, অবস্থান করবো এবং দাবী আদায় করে ছাড়বো ইনশাল্লাহ।
তিনি তার বক্তব্যে বিগত দিনের বিভিন্ন কর্মসূচির প্রেক্ষাপট বর্ননা করে বলেন যে, আমরা নারায়ণগঞ্জের মানুষ অবহেলিত, পুনঃপুনঃ সংগ্রাম ও আন্দোলন করেও গ্যাস পাচ্ছি না। এমকি নির্বাচিত জনপ্রতিনিধিরাও এক্ষেত্রে নির্বিকার, অবিলম্বে নিরবিচ্ছিন্ন গ্যাস না পেলে ভোক্তভুগীরা বিল পরিশোধে বাধ্য থাকবে না।
সোজা কথা “গ্যাস দিন বিল নিন- গ্যাস নাই বিল নাই।” তিনি উপস্থিত ভুক্তভুগী মা-বোনদের প্রতি সমবেদনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনের সংগ্রাম ও আন্দোলনে অংশগ্রহনের আহ্বান জানান।