নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল কোম্পানির ডিপোর পাম্প হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ৭জন। আহতরা হলেন শাজাহান কবির (৫০), শফি (৬০), সিরাজ (৫২), মহিউদ্দিন (৬০), মোজাম্মেল হক (৫৫), গোলাপ হোসেন (৩৫) ও নাজমুল হক (৩০)। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
গোদনাইল এসও এলাকায় মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকালে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় ১০/১২ টি অকটেন, ডিজেলের পাম্পিং মটর ও ইলেকক্ট্রিক তার পুড়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাম্প হাউজের ভেতরে হঠাৎ আগুন লাগলে ছুটাছুটি শুরু করে শ্রমিকরা। মুহুর্তের মধ্যে আগুনের শিখা বেড়ে যায়। এসময় ডিপোর শ্রমিক ও কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করে। আগুনে ধোয়ায় ও তাপে দগ্ধ হয়ে আহত হন ওই সাত জন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফখরুদ্দীন আহমেদ জানান, খবর পাওয়া মাত্রই আদমজী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমান তদন্তসাপেক্ষে বলা যাবে।