গোগনগর সৈয়দপুর হাজীআলী হোসেন বেপারী হাফেজি ও আলিম মাদ্রাসার ফাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে ২৭ তম বার্ষিকীতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠানে পাঁচ জন হাফেজকে সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারী) গোগনগর সৈয়দপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ২৭ তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় পাঁচ জন হাফেজকে পাগড়ী পরিয়ে ও কুর আন উপহার প্রদান করেন প্রধান বক্তা।
দাতা প্রতিষ্ঠাতা ও সভাপতি, মাদ্রাসার,সৈয়দপুর আলমাছ আলী ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ্ব আলমাছ আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া চেয়ারম্যন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটি ও অনুষ্ঠানের প্রধান বক্তা তাহরিকে খতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমীর শাইখুল হাদিস আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী।
তানভীর আহমেদ বলেন, এখানে যে আয়োজন আমার দ্বিতীয়বার আশা। মূলত এই ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মনে করিয়ে দেয় আমাদের কিভাবে চলা উচিত। আমাদের আল্লাহর ও রাসূলের হাদিসের আলোকে নিয়ে আলোচনা করা হয়। গতবার আমার বাবা মারা যাওয়ার পর একটি মাদ্রাসার সভাপতির দায়িত্ব দেওয়া হয়। সে মাদ্রাসার পিছনে কবরস্থানে আমার দাদা ও বাবার কবর রয়েছে। কিছুদিন আগে ঐ মাদ্রাসায় এমন একটি ধর্মীয় অনুষ্ঠানের দায়িত্ব থেকে আমি জানলাম এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানে কত সুন্দর ও ভালো লাগে। আমরা মুসলমানরা চলার সময় ইসলাম ধর্ম থেকে অনেক দূরে চলে যাই। তাই এধরনের মাহফিল থেকে ইসলামের ধর্মের আমরা অনুপ্রাণিত হয়ে পালন করার চেষ্টা করে।
মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, অত্র মাদ্রাসার হিফজ বিভাগ সভাপতি আলহাজ্ব মিলন হোসেন শ্যামল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বব্যবসায়ী হাফেজ আইনুল হক।
মাহফিলে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, অত্র মাদ্রাসা যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হোসেন মেম্বার ও গোগনগর ইউপি ৫নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার মো.রফিকুল ইসলাম রফিক।
অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.শফিউল আলম এর সঞ্চলনায় আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ক্লাব লি: এর পরিচালক এসএম রানা, মাদ্রাসার সাভেক প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান, সমাজ প্রধান নাজির হোসেন ফকির, মাহাবুবুর রহমান পাপ্পু, মাসুদ সিকদার, দেওয়ান আফসার উদ্দিন প্রমুখ।