ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগের দলীয় মনোনয়ন না
পাওয়ায় দল থেকে পদত্যা করেছিলেন আরিফ মাসুদ বাবু।
উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নিজের পদত্যাগ পত্র জমা
দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার বিরুদ্ধে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন তিনি।
আ’লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বিরোধীতা করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করা আরিফ মাসুদ বাবুর প্রতি এখনো ভালোবাসা কমেনি সোনারগাঁ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাতের! সম্প্রতি এক কর্মী সম্মেলনে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করা বাবুর কাছে আ’লীগ নেতাদের সিভি জমা দিতে বলেন কায়সার হাসনাত। আর তাতেই শুরু হয়েছে সমালোচনা। ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাদের দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত যে ব্যক্তি মানতে পারেনি ক্ষমতার লোভে, তার কাছে আ’লীগ নেতাকর্মীরা কেন সিভি জমা দেবে? আরিফ মাসুদ বাবু আ’লীগের কেউ না। তারমতো ক্ষমতালোভীর কাছে
সিভি জমা দিতে বলে কায়সার হাসনাত নেতাকর্মীদের অপমান করেছেন।
সূত্রমতে, গত ২১ জানুয়ারি মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন করতে আগ্রহী নেতাদের দল থেকে পদত্যাগী আরিফ মাসুদ বাবু’র কাছে সিভি জমা দিতে নির্দেশ দেন কায়সার হাসনাত। মাইকে এমন ঘোষণা দেয়ার পরপরই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় আ’লীগের নেতাকর্মীরা।
মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলনে দাওয়াত পাননি মোগরাপাড়া ইউনিয়নের নৌকার মাঝি হাজ্বী শাহ মোঃ সোহাগ রনিসহ আরো অনেক আওয়ামী লীগ নেতাকর্মী। অথচ বিশেষ অতিথি হিসেবে দল থেকে পদত্যাগী আরিফ
মাসুদ বাবুর নাম ছিল। যা দলীয়ভাবে মেনে নেয়া যায় না। ব্যক্তির চেয়ে দল বড় হলেও আজকে কায়সার হাসনাতদের কাছে ব্যক্তি পরিচয় বড় হয়ে গেছে। যারা দলকে ক্ষতি করছে তাদের কাছে আ’লীগ নেতাদেরকে নাম- পরিচয় জমা দিতে নির্দেশ দেন। এটা দলীয় নেতাকর্মীদের জন্য অপমানজনক।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়নের নৌকার মাঝি হাজী শাহ্ধসঢ়; মো: সোহাগ রনি বলেন, যে ব্যক্তি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে অসম্মান জানিয়ে চেয়ারম্যান পদের লোভে দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে, সে ব্যক্তির কাছে আ’লীগ নেতাদের সিভি জমা দিতে বলে কায়সার হাসনাত দলকে অপমান করেছে। আ’লীগ দেওলিয়া হয়ে যায়নি যে বাবুর কাছে সিভি জমা দেবে। আমি কায়সার হাসনাতের এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।