বিশিষ্ট ব্যবসায়ী মুজাম্মেল হোসেন রানা’র ৩৫ তম জন্মদিন কেক কেটে পালন করেছে ভাই, বন্ধু মহল ও শুভাকাঙ্ক্ষী।
বুধবার ( ১ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় গোগনগর সৈয়দপুর প্রয়াত নাসিম ওসমান সেতুর সংলগ্নে বন্ধুদের আয়োজনে জন্মদিনের কেক কাটা হয়। এসময় রফিক মেম্বারে ৪২ তম জন্মদিন ও রানা’র ৩৫ তম জন্মদিনের কেক কাটা হয়।
এসময় শুভাকাঙ্ক্ষীরা জানান,এই দিনে রানা ও রফিক পৃথিবীতে আগমন উপলক্ষে আল্লাহর কাছে শুক্রিয়া জানিয়ে জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কেক কাটার পর্বে উপস্থিত ছিলেন, গোগনগরের ইউপি জনপ্রিয় তিনতিন বারের মেম্বার শেখ মো. রফিকুল ইসলাম রফিক, প্রয়াত চেয়ারম্যান নওশেদ আলী সুযুগ্য সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী কাশেম আলী, রাজু আহম্মেদ, পঞ্চষার ইউপি সাবেক মেম্বার মো.মোশারফ হোসেন, আবুল কাসেম সম্রাট, বিশিষ্ট ব্যবসায়ী মো.সোহেল হোসেন, বাবু, মো. কামাল মন্সি, মহাসিন, শরিফ, জিসান, শ্যামল, রাকিব, কবির, রনি প্রমুখ।