1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
নিটিং ওনার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সেলিম সারোয়ার প্যানেলের জয় বন্দরে ডাকাতির ঘটনায় নিজের হাতে বোমা বিস্ফোরণে ডাকাত নিহত, দুই আহত টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছালো, জানুন রেজিস্ট্রেশন প্রক্রিয়া খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে সদর থানা স্বেচ্ছাসেবকদল নেতা জাহাঙ্গীর বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৫ আগস্ট ঘিরে আ.লীগ-ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে সুমন মাহমুদের নেতৃত্বে মহড়া দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া-আনিসুল ইসলাম সানি খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল মহানগর যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল খালেদা জিয়ার জন্মদিনে এনায়েতনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুর ৫০ বছর, নতুন করে বিতর্ক ও মতবিরোধ

কোমলমতি শিশুদের ধর্মহীন জাতিতে পরিণত করার খেলায় মেতেছে-ইঞ্জিনিয়ার আশরাফুল আলম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৮ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, শিক্ষামন্ত্রী কোমলমতি শিশুদের ধর্মহীন জাতিতে পরিণত করার খেলায় মেতে উঠেছে। এমন একজন মন্ত্রী এদেশের শিক্ষামন্ত্রী হিসেবে থাকতে পারে না।

 

ইসলামবিরোধী সিলেবাসে আমাদের প্রজন্মকে নাস্তিক বানাতে দেয়া যায় না। তিনি বলেন, ইসলামবিরোধী বিতর্কিত শিক্ষা সিলেবাস অবিলম্বে বাতিল করতে হবে। বিরানব্বই ভাগ মুসলমানের চিন্তা চেতনা অনুযায়ী শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে হবে।

 

ফেব্রুয়ারি শুক্রবার ৩ ফেব্রুয়ারি বাদ জুমআ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ এবং পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক উস্কানি, তথ্য ও ইতিহাস বিকৃতি, ধর্মবিরোধী মতবাদের অনুপ্রবেশ, বিজাতীয় সংস্কৃতির আধিপত্য ও ইসলামকে হেয় করার প্রতিবাদ এবং বিতর্কিত পাঠ্যপুস্তক সংশোধন করার দাবীতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি উপর্যুক্ত কথা বলেন।

 

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সেক্রেটারি যথাক্রমে মুহা. জাহাঙ্গীর কবির ও সুলতান মাহমুদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আবুল বাশার খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মুহা. যোবায়েরে হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সভাপতি যথাক্রমে মুহা. আব্দুল হান্নান ও মেহেদী হাসান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সভাপতি ও সহ-সভাপতি যথাক্রমে মুহা. ওমর ফারুক ও মোস্তফা তালুকদার। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আরও বলেন, মানুষ হযরত আদম আ. এর সন্তান। এখন যারা মানুষকে বানরের সন্তান বানাতে চায় তাদেরকে তাদের রুখে দিতে হবে। পাঠ্যপুস্তকে দাড়ি ও পর্দাকে নিয়েও অবজ্ঞা করা হয়েছে। স্পষ্টভাবে বলতে চাই, মুসলমানদেরকে নীরব মনে করবেন না। আমরা ফুসে উঠলে আপনারা পালানোর জায়গা পাবেন না। পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে যেকোন কঠোর আন্দোলন করার জন্য আমরা প্রস্তুত, ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL