আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। আলেমদের মর্যাদা সর্বোচ্চ। একটি দেশ ও জাতির
কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হয়।
বর্তমান বাংলাদেশ শিক্ষা ও সংস্কৃতির দিক দিয়ে ধ্বসে পড়ছে। এহেন পরিস্থিতিতে আলেমদেরকই সমাজ ও সংস্কৃতি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে ফতুল্লার শিবুমার্কেট এলাকায় সংগঠনের কার্যালয়ে
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আব্দুল
হান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলীর সঞ্চালনায় আয়োজিত
শতাধিক নবীন আলেমকে সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
বলেন।
প্রধান অতিথি বক্তব্যে তিনি আরো বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যখন কোনো
ব্যক্তির মেরুদন্ডে আঘাত করা হয় তখন যেমন সে আর সোজা হয়ে দাঁড়াতে
পারেনা ঠিক তেমনি শিক্ষা ও সংস্কৃতির সঠিক ঐতিহ্যকে যদি মিটিয়ে দেয়া যায়
তাহলে বাঙালী জাতির সঠিক শিক্ষা ও সংস্কৃতি ভঙ্গুর হয়ে পড়বে।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার
সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ শিক্ষা
দেয়ার পাঁয়তারা চলছে। এমতাবস্থায় শিক্ষা সিলেবাস পরিবর্তন না করলে সকল
আলেমসহ জনসাধারণকে সাথে নিয়ে এই শিক্ষা সিলেবাস পরিবর্তন করার জন্য তীব্র
আন্দোলন গড়ে তোলা হবে।
সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি
মুহাম্মাদ আব্দুল হান্নান বলেন, শিক্ষা সিলেবাস সংস্কার করতে হবে। যারা এই
নাস্তিক্যবাদ শিক্ষানীতি পাঠ্যবইয়ে লিপিবদ্ধ করেছে তাদেরকে দোষী সাব্যস্ত করে
বিচারের আওতায় আনতে হবে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ
নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির, ইসলামী যুব আন্দোলন
বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, ইসলামী ছাত্র
আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি আশরাফ আলী, সাংগঠনিক
সম্পাদক আবু রায়হান প্রধান, প্রশিক্ষণ সম্পাদক সোহাগ হোসাইন, দাওয়াহ
সম্পাদক আবু সাইদ মাহমুদ, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক সাইফুল ইসলাম,
বিশ্ববিদ্যালয় সম্পাদক নাইমুল ইসলাম, কওমী মাদরাসা সম্পাদক কাউসার
আহমাদ তাসনীম, আলিয়া মাদরাসা সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, স্কুল ও
কলেজ সম্পাদক রমজান আলীসহ প্রমুখ নেতৃবৃন্দ।