পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে পিতা ও সন্ত্রাসী দুইপুত্রসহ তিন জনকে
আটক করেছে বন্দর থানা পুলিশ। আটকৃতরা হলো- বন্দর থানার রামনগর
এলাকার মৃত আমির চাঁন মিয়ার ছেলে ইলিয়িাছ মেম্বার (৬৫) ও তার দুই ছেলে
তানসেন (৩৬) ও শামীম (২২)।
এ ঘটনায় পুলিশ পিতা ও তার সন্ত্রাসী দুই পুত্রকে আটক করে শুক্রবার (৩
ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে।
এরআগে বৃহস্পতিবার রাতে বন্দর থানার রামনগর এলাকা থেকে এদেরকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে বন্দর থানার এসআই সাইফুল ইসলাম
পাটুয়ারীসহ সঙ্গীয় র্ফোস রামনগর এলাকায় অভিযান কালে পুলিশের উপস্থিতি টের
পেয়ে উক্ত এলাকায় বসবাসরত সাবেক ইউপি মেম্বার ইলিয়াছ ও তার দুই সন্ত্রাসী
ছেলে তানসেন ও শামীম ডিউটিরত পুলিশের সাথে অশুভ আচরন করে এবং
তাদের কর্তব্য কাজে বাধা প্রদান করে।