বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় স্বামী/স্ত্রীসহ ৪ জন রক্তাক্ত জখম হয়েছে। আহতরা হলো জায়েদ হোসেন (৬০) স্ত্রী রাজিয়া বেগম (৪৮) দ্বীন ইসলাম (৫৫) ও নজরুল (৪২)। স্থানীয় এলাকাবাসী আহতদের জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ওই সময় হামলাকারিরা ৩টি বসত ঘরে ব্যাপক ভাংচুর চালিয়ে নগদ সাড়ে ৩ লাখ টাকা ও আড়াই ভড়ি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
গত শুক্রবার ( ৩ ফেব্রুয়ারী) সকালে, দুপুরে ও রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চৌধূরীগাও এলাকায় তিন দফা ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
এ ব্যাপারে আহত জায়েদ হোসেন বাদী হয়ে শনিবার বিকেলে প্রতিপক্ষ হামলাকারি সন্ত্রাসী স্বপন, তপু, মুরাদ ও ছনিসহ ৮ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর ৩টায় বন্দরে কলাগাছিয়া ইউনিয়নের চৌধূরীগাও এলাকার মৃত আবেদ বেপারী ছেলে জায়েদ হোসেনের বসত বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা চালায় বুরুন্দী এলাকার মৃত কামাল হোসেন মিয়ার ছেলে প্রতিপক্ষ স্বপন ও কলাগাছিয়া চৌধূরীগাও এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে তপু একই এলাকার মৃত ছত্তর বেপারী ছেলে মুরাদ একই এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে ছনি ঘারমোড়া কাজীবাড়ি এলাকার লিটন মিয়ার ছেলে তুহিন ফরাজিকান্দা এলাকার লেংরা টিপু ছেলে ইমন ও হাজরাদী এলাকার রিফাত ও মুরাদসহ অজ্ঞাত নামা ১০/১২ জন সন্ত্রাসী।
ওই সময় হামলাকারিরা জায়েদ হোসেন, জালাল উদ্দিন ও দ্বীন ইসলামের বসত ঘরে অনাধিকার ভাবে প্রবেশ করে ব্যাপক ভাংচুর করে নগদ সাড়ে ৩ লাখ টাকা ও আড়াই ভড়ি স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী জানিয়েছে, হামলাকারিরা কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার দূর্ধর্ষ অপরাধী। কলাগাছিয়া ইউনিয়নের মাদক ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ আবু বকর ছিদ্দিক জানান, ভাংচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।