নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা প্রশাসনের বরাদ্ধকৃত প্রধানমন্ত্রীর উপহার শীত নিবারনের কম্বল বন্দর প্রেসক্লাব থেকে দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ কম্বল বিতরন করা হয়।
বন্দর প্রেসক্লাবের সভাপতি এড. শাহ্ আলী মো: পিন্টু খানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক হোসেন খান কমল, সিনিয়র সহ সভাপতি কবির হোসেন, সহ সভাপতি আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সরদার মো: আলীম, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সিনিয়র সদস্য জি এম মজনু, সাবেক যুগ্ম সম্পাদক হাজী মো: নাসির উদ্দিন, অর্থ সম্পাদক মেহেদী হাসান সজিব, প্রচার সম্পাদক মো: শাহ জামাল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, সদস্য মেহেবুব মিয়া ও মামুন মিয়া প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার এই শীত মৌসুমে দুস্তদের মাঝে কম্বলসহ বিভিন্ন সহযোগিতা করছেন তাতে আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। সেই সাথে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে, আমাদের মাধ্যমে দুস্থদের সহযোগিতা করার সুযোগ করে দেয়ার জন্য।