সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধীদের দুইদিন ব্যাপী ফ্রী চিকিৎসা ও থেরাপি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ কদমতলী পুল এম ডব্লিউ স্কুল প্রাঙ্গনে অসচ্ছল প্রতিবন্ধী কল্যান সংস্থার উদ্যোগে এ ফ্রি চিকিৎসা ও থেরাপি কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নাসিক ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো মিজানুর রহমান খান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসচ্ছল প্রতিবন্ধী সংস্থার প্রধান উপদেষ্টা মাসুদ চৌধুরী, এম ডাব্লিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশান আরা আক্তার, আমাদের নতুন সময়ের সাংবাদিক মোশতাক আহমেদ শাওন।
অসচ্ছল প্রতিবন্ধী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি রেহেনা আক্তার রেনুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আজমাইন হোসাইন, প্রচার সম্পাদক মাহাবুব হোসেন, জিনিয়াস প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধক্ষ্য ইন্জিনিয়ায় মো জাহিদুল ইসলাম, আঁধারে আলোর প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সেলিম মিয়া সহ আরো অনেকে।
এসময় অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে প্যারালাইসিস, বাত ব্যাথা, কোমর ব্যথা, হাত পা ব্যাথা রোগীদের অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রী থেরাপি দেওয়া হয়।