নারায়ণগঞ্জর শহরের চাষাঢ়ায় ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্টুরেন্টে ১০ লক্ষ টাকা চাঁদার দাবীতে হোটেল ম্যানেজারকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী চাঁদাবাজ আজাহার তালুকদার ও ছেলে। গুলিতে নিহত প্রতিষ্ঠানের ম্যানেজার শফিউল আলম কাজলের প্রথম জানাযা সম্পূর্ন হয়ছে। এঘটনার প্রতিবাদে আগামীকাল এক ঘন্টা হোটেল কর্মবিরতির ঘোষনা দিলেন হিটেল মালিক সমিতির সভাপতি ও ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান মনির।
মোঙ্গলবার ( ৭জানুয়ারী ) বাদ মাগরিব চাষাড়া বাগে জান্নাত জামে মসজিদ সংলংগ্নে কাজলের প্রথম জানাযা সম্পূর্ন করে বন্দর গ্রামের বাড়িতে দ্বীতীয় জানাযা শেষে মরহুমের দাফন সম্পূর্ন করা হয়। আসামিদের ফাঁসির দাবীতে জানাযার পূর্বে ম্যানেজা কাজলের মরদেহ নিয়ে বিক্ষোভ করা হয়।
জানাযা শেষে নারায়ণগঞ্জ হোটেল মালিক সমিতির সভাপতি ও নাসিক ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান মনির বলেন, যে ঘটনাটি ঘটেছে সেটা খুবই দুঃখজনক। আমাদের হোটেল মালিক সমিতির পক্ষ থেকে এঘটনার নিন্দা জানাই এর সাথে প্রশাসনকে বলবো আসামিরা যেন কোন প্রকার ছাড় না পায় এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আগামি কাল নারায়ণগঞ্জের সম্তো হোটেল দুপুর ১২ টা থেকে ১ট পর্যন্ত হোটেলের কর্মবিরতি পালন করবো। এছাড়া এ দিন জেলা ডিসি ও এসপির বরাবর স্মারক লিপি প্রধান করবো।
সুলতান ভাই কাচ্চি’র মালিক শুক্কুর জানান, চাঁদারদাবীতে এঘটনা ঘটিয়েছে। ভবন মালিক আজহার তালুকদার এসে বলেন, পানির বিল বাবদ আপনাকে ১০ লাখ টাকা দিতে হবে। আমরা ১০ লাখ টাকা ঋণ হয়ে গেছি। আমি বললাম ১০ লাখ টাকা কেনো দিবো? আমি তো আপনার কাছ থেকে দোকান নেই নাই। আমার বাড়িওয়ালা আপনার ভাই আজিজুল হক। তার কাছ থেকে আমি দোকান ভাড়া নিয়েছি। আর আমি তো পানির বিল প্রতিমাসে দিয়েই যাই। পানিসহ আমার ৮০ হাজার টাকা ভাড়া। পানির জন্য ৫ হাজার, আর ভাড়া ৭৫ হাজার।
প্রসঙ্গত গত সোমবার (৬ ফেব্রুয়ারি) দাবীকৃত চাঁদার টাকা না দেওয়াতে রেষ্টুরেন্টের মালিক শুক্কুর আলীকে উদ্দেশ্য করে গুলি করলে সেই গুলিতে ম্যানেজ সহ আরোও আহত হয়। এ ঘটনায় রেষ্টুরেন্টের মালিক শুক্কুর আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় গ্রেপ্তারকৃত মার্কেট মালিক আজাহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদার মোহনকে আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ডের আবেদন করে তাদের আদালতে পাঠায় ।
পরে গুলিবিদ্ধদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মার্কেট মালিক আজাহার তালুকদার ও তার ছেলেকে সহ দুইটি আগ্নেয়াস্ত্রসহ আটক করে।