সদর উপজেলার ফতুল্লার পিঠালিপুল এলাকায় প্যারাডাইজ কেবলস লিমিটেডে শ্রমিক ছাটাই বন্ধ করা ও উনিশ মাসের বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত প্যারাডাইজ কেবলসের প্রধান ফটকে এ সমাবেশ করেন তারা। এ সময় শ্রমিকরা বিনা নোটিশে শ্রমিক ছাটাই বন্ধ করা ও বকেয়া বেতনে পরিশোধ করা না হলে বৃহত্তর আন্দোলন ডাক দেওয়ার ঘোষণা দেন।
এদিকে প্যারাডাইজ কেবলসের প্রধান ফটকে সকাল থেকে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। আন্দোলনের পাশাপাশি শ্রমিক ও পুলিশের সাথে দফায় দফায় বৈঠক ও হয়। তবে এতে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই।
সূত্রে জানাগেছে, ফতুল্লার পিঠালিপুলে প্যারাডাইজ কেবলস লিমিটেডে কর্মরত ৬৫ জন শ্রমিককে বিনা নোটিশ বন্ধ ও উনিশ মাসের বকেয়া বেতন না দিয়ে সকাল থেকে তালা ঝুলিয়ে রাখা হয়।
এতে সকল শ্রমিক ক্ষীপ্ত হয়ে ছাটাইয়ের কারন জানতে চাইলে কতৃপক্ষ শ্রমিকদের কোন সমাধান না দিয়ে ঘা ডাকা দিয়ে চলে যায়। এ সময় শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও ছাটাইয়ের প্রতিবাদে ফ্যাক্টরির মেইন ফটকে আন্দোলন করতে থাকে।