নারায়ণগঞ্জর ফতুল্লায় কাস্ট গার্ডর অভিযান ১ হাজার ৫৩০ লিটার চারাই ডিজল জব্দ করা হয়ছ। তব এ সময় কাউক গ্রপ্তার করত পারনি কাস্ট গার্ডর সদস্যরা।
বুধবার (৮ ফব্রæয়ারি) ভার রাত ৩টার দিক ফতুল্লা লঞ্চঘাট এলাকায় একটি বিশষ অভিযান পরিচালনা কর এ চোরাই ডিজেল উদ্ধারসহ তা সরবারহের কাজে ব্যবহৃত ২টি ইঞ্জিন চালিত স্টীলবডি ট্রলার জব্দ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বুধবার দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি আরও জানান. আইনানুগ ব্যব¯া গ্রহণর জন্য জব্দকত ডিজল ও ট্রলার পাগলা ন-পুলিশ ফাঁড়িত হস্তাÍর করা হয়ছ।