সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নবগঠিত আহায়ক কমিটির পাঁচ নতাক গ্রপ্তার করছ পুলিশ।
গ্রপ্তারকতরা হলন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহায়ক কমিটির যুগ্ম আহবায়ক দলায়ার হাসন বাবুল (৫৯), সদস্য মা: মাশারফ হাসন (৫০), মাহাম্মদ জাহাঙ্গীর হাসন স্বাধীন (৪৭), মাহাম্মদ আমির হাসন প্রধান ( ৬১) এবং মা: আবুল কাশম মম্বার (৭০)।
বুধবার (৮ ফব্রæয়ারি) দুপুর গ্রপ্তারকত ওই পাঁচজনক একটি বিস্ফারক আইন মামলার সদহভাজন আসামি হিসব আদালত প্ররণ করছ পুলিশ।
এর আগ গত মঙ্গলবার (৭ ফব্রæয়ারি) দিবাগত রাত সাড় ৯টায় সিদ্ধিরগঞ্জ থানার গাদনাইল চধুরী বাড়ি বাসস্ট্যান্ড সংলগ নবাবী চাইনিজ রষ্টুরট রাজনতিক গাপন মিটিং করা অব¯ায় তাদর গ্রপ্তার করা হয়।
এ বিষয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশর পরিদর্শক (অপারশন) হাবিবুর রহমান জানান, গত ৩০ নভম্বর সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কর মচাক এলাকায় ককটল বিস্ফারণ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক দবাশিষ কুন্ডু বাদী হয় বিএনপি-জামায়াত ও গণঅধিকার পরিষদর ৫৬ নতাকর্মীর বিরুদ্ধ বিস্ফারক আইন একটি মামলা হয়। ওই মামলার সদহভাজন আসামি হিসব আটককত বিএনপির ৫ নতাক গ্রফতার দখানা হয়ছ।
তিনি আরও জানান, গত মঙ্গলবার রাত তারা নাশকতা করার উদ্দশ্য একটি চাইনিজ রষ্টুরট বঠক করছিল। গাপন সংবাদর ভিত্তিত রষ্টুরট অভিযান চালিয় তাদর গ্রপ্তার করা হয়। দুপুর তাদর নারায়ণগঞ্জ আদালত পাঠানা হয়ছ।
এদিক নারায়ণগঞ্জ জলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন এ ঘটনার তীব্র নিদা জানিয় বলন, এগুলা সব বানায়াট ঘটনা। অতি উৎসাহিত হয় এসব কাজ যারা করছ তা নীতি-নতিকতার বাহির পড়। সরকারি প্রশাসনর দায়িত্ব যারা রয়ছন যখান তারা ন্যায়র পক্ষ কাজ করবন সখান তারা অন্যায় কাজ জড়িত হছন। যা দশর জন্য ক্ষতিকর।