বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, শিক্ষার্থীদেরক পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে হবে। কারণ খেলাধুলায় স্বাস্থ্য ভাল থাকে। সুস্থ মন ও সুস্থ দেহ গঠনে খেলাধূলার বিকল্প নেই।
শিক্ষার পাশাপাশি সকল শিক্ষার্থীদের খেলাধুলায় আন্তরিক হতে হবে। আজ যারা
প্রতিযোগিতায় বিজয়ী হতে পারোনি তোমাদেরকে মন খারাপ করলে চলবে না।
আগামীতে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মনোযোগী হতে হবে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, আওয়ামী লীগ সরকার
শিক্ষাবান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে
নতুন নতুন ভবন হয়েছে। বর্তমান সরকার দেশের শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন
ঘটিয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের শিক্ষার্থীদের বছরের প্রথম দিনেই
বিনামূল্যে নতুন বই প্রদান করছেন। শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছে।
পিএইচপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী সোহেল
এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের
সভাপতি নজরুল ইসলাম, কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
গোলাম রসুল কলি, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ এমায়েত হোসেন, কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মজিবুর রহমান সহ অনেকে।