তানজিম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যাগে অধ্যাপক ডাঃ মোঃ কামারুজ্জান ভূঞার মৃত্যুতে কাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উক্ত কলেজের হল রুমে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
তানজিম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোহাম্মদ আলী খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিল অধ্যাপক ডাঃ মোঃ আশরাফুর রহমান, সাবেক সহযোগী অধ্যাপক ডাঃ দিলীপ কুমার সাহা, সহযোগী অধ্যাপক ডাঃ টি আই নুরনবী, উপাধ্যক্ষ ডাঃ শারমীন আক্তার ভূইয়া, সহকারী অধ্যাপক ডাঃ সাঈদ হাসান খান, ডাঃ ফিরোজ আহমেদ, ডাঃ এম. এ রাজ্জাক, ডাঃ আয়েশা আজিজ, ডাঃ সেলিনা আক্তার, ডাঃ আবদুল্লাহ বেগ, সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার ও মরহুম ডাঃ কামারুজ্জামান ভূঞার সহধমিনী ডাঃ শাহীন আক্তার জাহান সহ তার ছেলে প্রভাষক শাহারিয়াজ্জামান। আরো উপস্থিত ছিল তানজিম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ম্যানেজিং কমিটির সদস্য ও কোষাধ্যক্ষ আদশ স্কুলের অধ্যক্ষ ডাঃ মোঃ আজিজুর রহমান, অভিভাবক প্রতিনিধি সদস্য ডাঃ কাজী ইব্রাহীম, প্রভাষক ডাঃ আনিছুর রহমান, ডাঃ আরিফ রাব্বানী, ডাঃ মোঃ ফাহাদ ও ডাঃ সাজেদুর রহমান।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন ডাঃ বশিরউল্লাহ। অধ্যাপক ডাঃ কামারুজ্জামান ভূঞার স্মৃতিচারন নিয়ে শুভেচ্ছা বক্তব্যে রাখেন কলেজের শিক্ষাথী মোঃ গোলাম মোস্তফা, প্রাক্তণ শিক্ষাথী ডাঃ মোঃ তারিকুল ইসলাম ও হোমিওপ্যাথিক চিকিৎসক ঐক্য ফোরাম, নারায়ণগঞ্জ এর সভাপতি ডাঃ মোঃ দেলোয়ার হোসেন ও ডাঃ নুরজাহান নীরা। এছাড়া উল্লেখিত সকল হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ ও অতিথিবৃন্দ ডাঃ কামারুজ্জামান ভূঞার স্মৃতিচারন নিয়ে বক্তব্যে দিতে গিয়ে মনের আবেগে আপ্লæত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
অনুষ্ঠানে প্রাক্তণ শিক্ষাথী সহ উপস্থিত হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দরা ম্যানেজিং কমিটির কাছে জোরালো দাবী জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোহাম্মদ আলী খানকে চাকুরী মেয়াদ বৃদ্ধিকরনের মাধ্যমে অধ্যক্ষ পদে বহাল রাখার। আরো উপস্থিত ছিল হোমিওপ্যাথিক চিকিৎসক ঐক্য ফোরাম, নারায়ণগঞ্জ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাঃ রোকেয়া বেগম ও সাধারন সম্পাদক ডাঃ মোঃ হারুনুর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ ফিরোজ আহমেদ ও ডাঃ এম, এ রাজ্জাক। পরিশেষে সমাপনী বক্তব্যে রাখেন সভাপতি ডাঃ মোহাম্মদ আলী খান।