ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর কমিটির সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শহরের ১নং রেলগেট কার্যালয়ে শহর শাখা সভাপতি তারেক আহমেদ বাবলু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান এর সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মাওলানা মো. মোবারক হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মো. আনোয়ার হোসাইন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, কোমলমতি শিশুদের পাঠ্য বই, শিক্ষানীতি বাতিলসহ দেশের সর্বস্তরের দলীয়করণের প্রভাব ও সরকারের ছত্রছায়ায় দিনদিন যুব সমাজ খুন, ধর্ষণ ও সন্ত্রাসে জড়িয়ে পরে দেশকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। এহেন ক্লান্তিলগ্নে আমরা আমাদের আসল পরিচয় ভুলে গেছি।
আমরা বাঙালী মুসলিম জাতি। আমরা আমাদের সেই পরিচয় ভুলে গিয়ে নিজেদেরকে আধুনিক জাতি হিসেবে পরিচিত করার জন্য নিজেদেরকে ব্যস্ত রেখেছি। ধ্বংসের দাঁড়প্রান্তে এসে পৌঁছেছে এদের যুব সমাজ। এ যুব সমাজকে কলুষমুক্ত করে আদর্শবান যুব সমাজে পরিণত করার দায়িত্ব ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীলদের।
প্রধান বক্তা বক্তব্যে বলেন, এ দেশের যুব সমাজ আজ তাদের আত্মপরিচয় ভুলে যেতে বসেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একদল সুবিধাভোগী ইসলাম ও মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাড় করিয়ে ইতিহাস বিকৃত করার হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এমতাবস্থায় ইসলামী যুব আন্দোলন এদেশের যুবসমাজকে স্বীয় আত্মপরিচয়ে জাগ্রত করে প্রকৃত জনসম্পদে রূপান্তর করার কাজ করে যাচ্ছে। দেশ এক ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে। নাগরিক ও মানবিক মূল্যবোধ ধ্বংসের মুখে। মানুষের নাগরিক অধিকার আজ ভুলুণ্ঠিত।
নাগরিকের স্বাধীন মতামত ব্যক্ত করার ইচ্ছা থাকলেও রাষ্ট্রযন্ত্র নামক শক্তিটি তাদের মতামত ব্যক্ত করার সুযোগ দিচ্ছে না। চাপিয়ে দিচ্ছে তাদের মনগড়া মতবাদ। এ সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠে শ্লোগান তুলতে পারে একমাত্র যুব সমাজ।
আর এই যুব সমাজকে সঠিক পথের দিশা দেওয়ার জন্যই ইসলামী যুব আন্দোলন কাজ করে চলছে। যুবকরাই পারে এই সকল অত্যাচারিত ও জালিমদের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাঙালি জাতিকে সামনে আলোর পথের সন্ধান দিতে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি আলহাজ্ব আব্দুস সোবাহান, সেক্রেটারী আলহাজ্ব আব্দুর রহমান রোমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শহর শাখার সভাপতি মো. সিরাজুল ইসলাম, ছাত্র আন্দোলন এর শহর শাখার সভাপতি মো. আবুল হাসিম ।
সম্মেলন শেষে প্রধান অতিথি শহর শাখার ২০২৩-২৪ সেশনের কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হন তারেক আহমেদ বাবলু, সহ-সভাপতি মো. আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মো. যিকরুল্লাহ।