বন্দরে দুই মহিলা পলাতক আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ী এলাকার ইসলাম মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সামিরুল আক্তার (৩২) একই থানার নয়ানগর এলাকার সিরাজুল ইসলামের মেয়ে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী লাইজু (৩৫) বন্দর থঅনার কুড়িপাড়া এলাকার ইদ্রিস আলী মিয়ার ছেলে রুপগঞ্জ থানার ৪৪(৭)১১ নং ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আনোয়ার হোসেন (৫০) বন্দর জামাইপাড়া এলাকার আবুল কালাম মিয়ার ছেলে যৌতুক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সুমন তানভির (২৮) ও সোনাকান্দা মৃধাবাড়ি এলাকার গিয়াস উদ্দিন মিয়ার ছেলে বন্দর থানার ২(৩)২২ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাফসান (২২)।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার ওয়ারেন্ট অফিসার এসআই আব্দুল বারেক হাওলাদারসহ সঙ্গীয় র্ফোস বিভিন্ন বএলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাদেরেকে গ্রেপ্তার করেন।