নারায়ণগঞ্জের রূপগঞ্জে মো. মামুন খাঁ (৪০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোরে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মো. মামুন খাঁ নড়াইল জেলার নড়াগাতি থানারা দক্ষিন বিলফর গ্রামের এজ্জাদ খাঁ এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত মো. মামুন খাঁর বিরুদ্ধে নড়াইল জেলা নড়াগাতী থানায় ২০০৭ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হয় । ওই মামলায় গ্রেপ্তার হয়ে সে জামিনে মুক্তি পায়। পরে সে মামলার হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী আদেশ হয়। এরপর থেকে সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।