জুম্মন সোহেল: সারাদেশ ব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সংযোগের প্রতিবাদে গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১১ ফেব্রুয়ারি) গোগনগর সৈয়দপু নাসিম ওসমান শীতলক্ষ্যা ৩য় সেতু চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মাস্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সভাপতি,বীর মুক্তিযোদ্বা নাজির উদ্দিন আহম্মেদ।
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের প্রতি শোক, আহতদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান অতিথি নাজির আহম্মেদ বলেন, আপনারা আজ যে চত্বরে দাঁড়িয়ে সমাবেশ করছেন এ চত্বরে আগে কি ছিল। তা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সম্বভ হয়েছে। তুরস্ক ও সিরিয়ায় যে ভূমিকম্প হয়েছে তা দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন ভূমিকম্পের ক্ষতিগ্রস্তদের জন্য এরদোগান সাহায্য চেয়েছে আমাদের প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাৎক্ষণিক ব্যবস্থার কারনে আজ বিশ্ববাসীর কাছে প্রশংসা যুগিয়েছেন এবং সর্বপ্রথম বাংলাদেশ সরকারকে কৃতজ্ঞতা প্রকাশ করে বার্তা পাঠিয়েছেন। তাই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আমাদের সতর্ক থাকতে হবে ঐ বিএনপি-জামায়াত যেন নৈরাজ্য না করতে পারে।
এবিএম আজহারুল ইসলাম বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের আজ দেশব্যাপী যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠান। আমরা চাই যে খানে বিএনপি – জামায়াত নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে সেখানে আওয়ামী লীগ সহযোগী সংগঠন সবাই একত্রিত হয়ে এর প্রতিবাদ করব। এবং কেন্দ্রীয় নির্দেশ আমরা পালন করব।
জসিম উদ্দিন বলেন, আজকে এখানে দাঁড়িয়ে আছি শেখ হাসিনার অবদানের জন্য। এখানে দাঁড়িয়ে ডান-বাম দেখি জাতির জনক ও শেখ হাসিনার ছবি বিদ্যমান। আমরা জনগন এটাই আশা করেছি নেত্রীর কাছে। আজকে আমরা অপশক্তি ও বোমাবাজদের বিরুদ্ধে বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে আজকের এই শান্তিপ্রিয় সমাবেশ। আমরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আওয়ামী লীগ করি। আমরা কোন প্রেতাত্মার আওমীলীগ করি না। সামনে অনেক কঠিন দিন আসবে যদি আমিও মাইর খাই তাহলে আপনারাও বাদ পড়বেন না।
গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম এর সঞ্চলনায় বক্তব্য রাখেন,সদর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারী সওদাগর খাঁন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জসীম উদ্দিন আহম্মেদ, সাবেক প্রচার সম্পাদক আঃ হাকিম, জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মজিবুর রহমান সহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় আরোও উপস্থিত ছিলেন,গোগনগর ২নং সভাপতি ওয়ার্ডের আক্তার হোসেন সুকুম,৮নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি নূর মোহাম্মদ, সেক্রেটারী মো. ওমর ফারুক, বসির সিকদার, , রাজা মিয়া, ইসমাহিল মুন্সি, রমিজ উদ্দিন, আলীমীয়া সরকার, আঃ মোতালিব, যুবলীগের শাহিন সরকার, ৫নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম রফিক, সদর থানা শেখ রাসেল স্মৃতি সংসদ সভাপতি ও গোগনগর ইউপি সাবেক ভারপ্রাপ্ত নূর হোসেন সওদাগর, মাসুদ রানা, যুবলীগ নেতা রফিক প্রধান , সদর থানা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি শরিফ হোসেন শেখ সানি প্রমুখ।