সোনারগাঁয়ে মো. মোস্তফা নামে এক বাস চালকের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার
করেছে পুলিশ।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর এলাকার এশিয়ান হাইওয়ের সংযোগ রাস্তার পাশে ওই
লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ প্রথমে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করে। পরে তথ্য প্রযুক্তির
মাধ্যমে লাশের নাম পরিচয় মো. মোস্তাফা সনাক্ত করার পর নিহতের পরিবারকে
খবর দেয় পুলিশ। নিহত মো. মোস্তফা ফেনী জেলার দাগনভূঁয়া থানার নয়নপুর
গ্রামের মো. কোরবান আলীর ছেলে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ জানান, ধারণা করা হচ্ছে
গত ৪/৫ দিনে আগে দুর্বৃত্তরা বাস চালক মো. মোস্তফাকে হত্যা করে লাশটি বস্তায়
ভর্তি করে বেইলর রাস্তার পাশে ডোবায় ফেলে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি
চলছে।