1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
নারায়ণগঞ্জে বড়দিন উৎসবের প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করায় মিষ্টি বিতরণ ফতুল্লার ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১  খিলমার্কেট দোকান মালিক সমিতির উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া অনুষ্ঠিত আমেরিকায় যাওয়ার স্বপ্ন অপূর্ণ রয়ে গেল শিক্ষার্থী সীমান্তর সীমান্তের রহস্যজট,বাবা বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত জাহাজ শ্রমিকদের হত্যাকারীরা দ্রুত গ্রেপ্তার না হলে কর্মবিরতির হুঁশিয়ারি ফতুল্লায় বিসমিল্লাহ ডাইং কারখানায় আগুন সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে না.গঞ্জে সংবাদ সম্মেলন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক দেয়াল নির্মান করছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৬ Time View

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এনায়েত নগর লাকি বাজার এলাকায় আদালতের নির্দেশ অমান্য করে নির্মিত হচ্ছে টিনসেট ঘরের দেয়াল নির্মান। আদালতের আদেশকে কোন তোয়াক্কা না করেই জোর পুর্বক ভাবে দেয়ার নির্মানের কাজ চলমান রয়েছে। অথচ আদালত থেকে যখন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয় তখন এই জায়গায় খালি ছিল বলে অভিযোগ মামলার বাদি শামসুদ্দিনের। গতকাল কাজ চলামান অবস্থায় দেখতে পান সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন। তখন তিনি অভিযুক্ত মামলার বিবাদি বাবুলের পক্ষে স্ট্যাম্পের মাধ্যমে পাওয়ার নেওয়া হারুন ও তার সহযোগি শাহজানকে কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেন।

 

মামলার বাদি শামসুদ্দিন বলেন, জোর পুর্বক ভাবে মোঃ হারুন ও শাহজাহানরা আমাদের জায়গায় দখলে নেয়ার পায়তারা করে। পরে আমরা বাধা দিলে তারা আমাদেরকে হত্যার হুমকি প্রদান করেন। সেই সাথে এই জায়গার সামনে যেতে নিষেধ করেন। পরে আমরা আদালতের সরনাপন্ন হয়ে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতে মামলা দায়ের করি। যার মামলা নম্বর ৩৪৪/১৪।

 

এদিকে যুগ্ম জেলা জজ ১ম আদালতের বিজ্ঞ বিচারক মো. মহিউদ্দিন খান মামলার আদেশে উল্লেখ্য করেন, ৩৪৪/১৪ মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশী ভুমিতে কোন ঘর উত্তোলন বা কোন প্রকার পরিবর্তন কিংবা পরিবর্ধন সংক্রান্তে বাদী বিবাদী উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়া অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দোতরফা শুনানী আন্তে নিষ্পত্তি করা হলো।

 

সরেজমিনে দেখা যায়, আদালতের নিষেধাজ্ঞার পরেও কাজ চলমান আছে। ফ্লোরে এবং রাস্তায় রড রাখা হয়েছে। প্রায় ৯ ফিট ইটের দেয়ার নির্মান হয়ে গেছে। এখন এই ইটের উপর রড দিয়ে ভিম ঢালায় দেয়ার জন্য রডের চুরি দিয়ে গুনা বাধাই কাজ করছে রাজ মিস্ত্রীরা। এসময় পুলিশ প্রশাসন এবং গণমাধ্যম কর্মী দেখে তারা হতভম্ব হয়ে যান।

 

মামলার বাদী শামসুদ্দিন জানান, যখন মামলা করি তখন এই জায়গায় কোন কিছু ছিলনা। জায়গাটি পুরো খালি ছিল। ভুমিদস্যুরা রাতের আধারে এবং দিনের বেলায় আদালতের নিষেধাজ্ঞার কোন তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখিয়ে জোর করে টিনসেট ঘর নির্মান করছে। তারা থানা ও প্রশাসনকে ম্যানেজ করে এই ভাবে জোর করে জায়গা দখল করে নেন। মামলা তুলে নিতেও দেওয়া হচ্ছে নানা হুমকি ধামকি। এছাড়া আমার ভাগিনা মোফাজ্জলকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করান। তারা মামলা জিততে না পেরে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করে যাচ্ছে। আমি সঠিক তদন্তের মাধ্যমে এর সুবিচারের দাবী জানাই।

 

মামলার বিবাদী বাবুলের পক্ষের লোক হারুন বলেন, এখানে ২০১৪ সালে অস্থায়ী নিষেধাজ্ঞা হয়। পরোক্ষনে আবার বলেন, এই জায়গায় কোন অস্থায়ী নিষেধাজ্ঞা নেই। আমরা জায়গা ক্রয় করে কাজ করছি। এসময় তাদের কাছে কাগজ চাইলে সঠিক কাগজ দেখাতে পারে নাই। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন জানান, আমরা গিয়ে তাদের কাজ বন্ধ করে দিয়ে আসছি। সেই সাথে কাজ বন্ধ রাখার জন্য বলে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL