1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন

পহেলা ফালগুন ও ভালোবাসা দিবসে কেককেটে উদযাপন করলেন জেলা নারী আইনজীবীসহ বিচারক বৃন্দগন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭৩ Time View

জুম্মন সোহেল:“ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত” এ শ্লোগানের মাধ্যমে বর্ষবরণ পহেলা ফালগুন ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে জেলা সিনিয়র আইনজীবী এড. সেলিনা ইয়াসমিন ও মহানগর যুব মহিলালীগে আহবায়ক ও জেলা ও দায়রা জজ আদালতের এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এড.সুইটি ইয়াসমিনের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নারী আইনজীবীবৃন্দ মিলন মেলা -২০২৩ এ কেক কেটে বসন্ত উৎসব পালন করা হয়েছে।

 

মঙ্গলবার ( ১৪ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে নারী আইনজীবীবৃন্দর মিলন মেলা ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞ নারায়ণগঞ্জ জেলা ও দায়রাজজ আসশামস যগলুল হোসেন।

 

বসন্তের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি আনন্দিত বসন্তের উৎবে আসতে পেরে। এতো ব্যস্ততার মাঝে আয়োজন করে আজকের বসন্তের উৎসবে যেভাবে আমাদেরকে বরণ করলেন আমি মুগ্ধ হয়েছি। এ উৎসবে আপনারা সবাই হলুদ রংয়ের শাড়ি পড়ে মিলিত হয়েছে আমার খুবই ভালো লেগেছে। এধরনে উৎসবে একত্রিত হওয়া মিলিত হওয়া এটা আমাদের সংস্কৃতি হয়ে গেছে। আমাদের এটা খুবই প্রয়োজন এধরনের আয়োজনের মাধ্যমে আমাদের সবাইকে একত্রিত করে সবার মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে মিলন মেলা পরিণত হয়। আপনাদের প্রথম বার বসন্ত উৎসব উপলক্ষে কেক কেটে উদযাপন করেছেন আমি এ প্রথম দেখলা বসন্তেও কেক কাটা যায়।

 

অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন , নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল এর বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক ফারহানা ফেরদৌস সহ জেলা আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ।

 

বসন্ত উৎসবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এড.সুইটি ইয়াসমিন বলেন,আগে আমাদের বসার স্থান ছিল না।
আজকে যে ভবনে আমরা বসন্তের উৎসব করছি সেটা আমাদের ৫ আসনের এমপি সেলিম ওসমান মহোদয়ের অবদানের জন্য। তার জন্য আমরা আজ বসার জায়গা পেয়েছি। তাই আমরা নারী আইনজীবীরা সব সময় কাধে কাধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। একে অপরকে সহায়তা করব। এড.সেলিনা ইয়াসমিন আপা আমাদের মুরুব্বী। তাকে সবাই সম্মান করি। এবং কোন সমস্যা হলে আপার কাছথেকে সহযোগীতা নিব। এছাড়াও নারী আইনজীবী অধিকার আদায়ে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আমরা সবাই মিলিত হয়ে এরচেয়েও বড় ও ভালো অনুষ্ঠান করব।

 

তিনি আরোও বলেন, আমাদের বড় বোন সিনিয়র আইনজীবী এড.ওয়াহিদা রীতা আপা অসুস্থতার কারনে আজ আমাদের এ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাই । তিনি সবসময় আমাদের অনুষ্ঠান গুলোতে সহযোগীতা করেতেন । সে আমাদেরকে সন্তানের মত স্নেহ ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে রাখতেন তিনি গুরুত্ব অসুস্থতার কারনে এ অনুষ্ঠানে আসতে পারেন নাই। আমরা সবাই রাব্বুল আলামিনের কাছে আপার জন্য দোয়া প্রার্থনা করি।

 

এছাড়া আইনজীবীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, এড. নাসরিন, এড.অরচি, এড.সুবর্ণা, এড.শামিমা, এড.ময়না, এড. টুনি, এড.তানিয়া, এড.সুনিয়া, এড.নাসিমা, এড.নূরজাহান, সহ আরোও কয়একশত আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL