সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে
ফিরিয়ে দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ বুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)
সদস্যরা। এ ঘটনায় জড়িত অভিযোগে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) জেলা পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা
জানান পিবিআইয়ের নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম।
তিনি জানান, গত ২ ফেব্রুয়ারি আমাদের কাছে অভিযোগ আসে। টানা ১২দিন
আমরা কাজ করেছি এবং গতকাল ভৈরব থেকে ৩ বছরের আবীর বাচ্চাটাকে
উদ্ধার করেছি। পরে গোপন সূত্রে পিবিআই জানতে পারে, সাদিয়া নামে এক
নি:সন্তান নারী তার বড় বোন পাপিয়ার বাসায় বেড়াতে এসে দেড় মাস অবস্থান
করার পর কাউকে না জানিয়ে হঠাৎ করে নিজ বাসায় চলে যান।
বিষয়টি সন্দেহ হলে পিবিআই পাপিয়ার কাছ থেকে সাদিয়ার ঠিকানা সংগ্রহ করে
মঙ্গলবার কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালায়। ভৈরব রেলস্টেশন সংলগ্ন
কমলপুর আমলপাড়া এলাকায় একটি দুই তলা বাড়ির নীচতলায় সন্দেহভাজন
সাদিয়ার ভাড়া বাসা থেকে অপহৃত শিশু আবিরকে উদ্ধার করে। এসময় গ্রেফতার
করা হয় সাদিয়া ও তার দেবর ইব্রাহীমকে। পরে জিজ্ঞাসাবাদে সাদিয়া স্বীকার
করেন, বিয়ের পর দুইবার গর্ভধারণ করলেও বাচ্চা নষ্ট হয়ে যাওয়ায় তিনি অন্যের
শিশু অপহরণের পরিকল্পনা করেন। পরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বোনের বাসায়
বেড়াতে গিয়ে সুযোগ পেয়ে দেবর ইব্রাহিমের সহযোগিতায় প্রতিবেশির শিশু সন্তান
আবিরকে অপহরণ করেন।
দীর্ঘদিন পর একমাত্র শিশু সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন
আবিরের বাবা-মা। পিবিআইকে ধন্যবাদও জানান তারা। গ্রেপ্তারকৃত সাদিয়া ও
তার দেবর ইব্রাহিমকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় অপহরণ মামলা প্রকিয়াধিন
রয়েছে। অপর ঘটনাটি সোনারগাঁয়ের। শিশুটির নাম সাইদ (১২)। সে ক্লাস সেভেনে পড়ে। সে মোবাইল ফোনে আসক্ত এবং এটা নিয়ে তার বাবা মা তাকে বকাঝকা করতেন।
ঘটনার দিন তার বাবা মোবাইল ফোনটি শিশুকে না দিয়ে সঙ্গে করে অফিসে নিয়ে
যান। এতে সে অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায়। সে ঢাকার বিভিন্ন রাস্তায়
ঘুরছিল। এ ঘটনা চার মাস আগের। পরে আমরা এটা নিয়ে কাজ করি। এবং
ঢাকার শনির আখড়ার গোবিন্দপুর এলাকার জনৈক শফিকুল ইসলামের আশ্রয় হতে
শিশুটিকে উদ্ধারপূর্বক তার পিতা মাতার নিকট হস্তান্তর করা হয়।