বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার ২০২৩-২০২৬ সালের কার্য নির্বাহী কমিটি
গঠিত হয়েছে। জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয় বাংলাদেশ স্কাউটস,
নারায়ণগঞ্জ জেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা স্কাউটসের সভাপতি জেলা প্রশাসক জনাব মোঃ
মঞ্জুরুল হাফিজ (বিপিএএ)।
জেলা স্কাউটসের সভাপতি পদাধিকার বলে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ। আগামী ৩ বছরের জন্য জেলা স্কাউটসের ৫ জন সহ- সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নারায়ণগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণগঞ্জ সদর, জেলা শিক্ষা অফিসার নারায়ণগঞ্জ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নারায়ণগঞ্জ, ও স্কাউটার মাহবুবুর রহমান মাসুম।
জেলা স্কাউটসের সুপারিশকৃত জেলা স্কাউটস কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নারায়ণগঞ্জ, জেলা স্কাউটস সম্পাদক নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল স্কাউট গ্রুপের গ্রুপ স্কাউট লিডার স্কাউটার মোঃ ফজলুল হক ভূইয়া মন্টু,কোষাধ্যক্ষ নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের স্কাউট লিডার গোলাম মোস্তফা শাহীন, যুগ্ম সম্পাদক হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন খান।
বাংলাদেশ স্কাউটসের গঠন ও নিয়মের ২০এর(ছ) ধারা মতে ধ্বনি ভোটের মাধ্যমে
তাদের নির্বাচিত করা হয়। এসময় ৪৮ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।