গার্মেন্টস শিল্প শ্রমিকদের মজুরি বোর্ড গঠন এবং নিম্নতম মজুরি ২৩,০০০ টাকা ঘোষণা করার দাবিতে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ) ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল – আইবিসি।
শুক্রবার ( ১৭ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ) ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল – আইবিসি আয়োজনে আন্দোলন করা হয়।
গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ) জেলার সভাপতি সোলিম মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্ত: জেলা ট্রাক চালক ইউনিয়ন এর নবনির্বাচিত সভাপতি কাউছার আহম্মেদ পলাশ।
প্রধান অতিথি বক্তব্য কাউছার আহম্মেদ পলাশ বলেন,যখন শ্রমিকরা ডিমান্ড করে। দাবি আদায়ের কথা বলে তখন ফ্যাক্টরির মালিকরা কমন একটা ডায়লগ দেয় ফ্যাক্টরি বন্ধ করে দিব। আপনারা ভুলে যাবেন না আপনারা শ্রমিকদের দিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন। কোন এক মালিক সমিতির লোক বলেছেন আইন টাকা দিয়ে কিনে এনেছি। আজকে শ্রমিকরা আন্দোলন করলে আপনারা বলেন দেশের যে অবস্থা এ অবস্থায় আমাদের চলতে অনেক কষ্ঠো হয়। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। অধিকার আদায়ে আমরা আন্দোলন চালিয়ে যাব।
তিনি আরোও বলেন, যেখানে মাস শেষে পরের মাস এসে ২৬ তারিখ এসে পড়ে তার পরও আপনারা বেতন দেন না। বেতনের দাবিতে কথা বললে আপনারা শ্রমিকদের শোকজ করে শ্রমিক ছাঁটাই করেন। শ্রমিকদের দাবি আদায় না মানলে আপনাদের তথ্য আমার কাছে রয়েছে অতি শীগ্রই তথ্য উন্মোচন করব। চাষাড়া শ্রমজীবী অধিদপ্তরে কর্মকর্তাদের ৮টা করে মোবাইল ফোন উপহার দেন সেটা আমরা জানি। এখানে বাটপার চোর রয়েছে শ্রমিকদের টাকা মেরে খাচ্ছে। আমার শ্রমিকতের ন্যূনতম ২৩ হাজার টাকা বৃদ্ধি করতে হবে। নয়তো শ্রমিকরা কঠর আন্দোলনে যাবে।
অন্যান্য বক্তারা বলেন,এআন্দোলন সরকার পতনের আন্দোলন নয়। এ আন্দোলন আমাদের বেতন বৃদ্ধির দাবীতে আন্দোলন করছি। আমাদের বাড়ি ভাড়া বারছে। খাদ্যপন্য বৃদ্ধি পেয়েছে যানবাহনের ভাড়া বৃদ্ধি হয়েছে কিন্তু আমাদের বেতন বৃদ্ধি হয় নাই। আমাদেরকে কাজের বুয়ার মত করে খাটায় কিন্ত বেতন বৃদ্ধি হয় নাই। আমাদের গার্মেন্টস শ্রমিকদের আবাসন ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসা সহ সকল প্রকার নিশ্চয়তা দিয়ে ন্যূনতম ২৩ হাজার টাকা বেতন বৃদ্ধি সহ আমাদের দাবি আদায় না হলে এ আন্দোলন চলবে। আজকে মজুরি কোট গঠন করার কোন নাম নেই। গার্মেন্টস মালিক পক্ষের লোকেরা বিদেশে গিয়ে শপিং করে। আমাদের বাচ্চাদের একটা পোশাক কিনে দিতে পারি না। আমাদের পারিশ্রমিক বুজিয়ে নাদিয়ে কারা বিদেশে টাকা পাচার করে।
এসময় উপস্থিত ছিলেন, আইবিসি নেতা এইচ রবিউল চৌধূরী, এড.সুমন মিয়া, ফরিদা ইয়াসমিন, ইব্রাহিম খলিল, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ) নেতা সৈয়দ হোসেন, সাইফুল ইসলাম শরিফ, কাউসার হোসেন, এম শাহিন, খালেকুজ্জামান লিখন, খায়রুন নাহার, লুৎফর নাহার লতা প্রমুখ।