নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের গম ও ভুষী ব্যবসায়ী আবুর ভাগিনা আপন দুই ভাই সাঈদ ও নিক্কনের প্রতারনার খপ্পরে পড়ে একাধিক পরিবার নিঃস্ব হয়ে বর্তমানে মানবেতর জীবন যাপন করছে।
প্রতারক এই দুই ভাই সাধারন মানুষের সাথে প্রতারনা করে ভিবিন্ন কৌশলে ফুসলিয়ে গম ও ভুষি দেওয়ার প্রলোভন দেখিয়ে বহু ব্যবসায়ীদের কাছ থেকে এক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
প্রতারণার শিকার কুষ্ঠিয়ার ব্যবসায়ী রুহুল জানায়, তার কাছ থেকে গম ও ভুষি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন কৌশলে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। বর্তমানে তারা দুই ভাই আত্মগোপনে রয়েছে। টাকার জন্য প্রতারক নিক্কনের পাইকপাড়ার বাসায় গেলে তার স্ত্রী ও শাশুড়ী নানা অজুহাত দেখিয়ে উল্টো পাওনাদার সবাইকে অকথ্য ভাষায় গালমন্দ করে মারতে আসে এমন কি প্রাণনাশের হুমকিও দেয়। ব্যবসায়ী মাহফুজুর রহমান ছাড়াও এদের প্রতারণার শিকার হয়েছেন মো.ফয়সাল, মো. হারুন, মো.তারেকসহ আরো অনেক।
প্রতারণার শিকার অনেকই অভিযোগ করে বলেন, প্রতারক নিক্কন অল্প টাকায় বেশী গম ও ভুষি দেওয়ার প্রলোভন দেখিয়ে সবার কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতিদিনই নিতাইগঞ্জ ও পাইকপাড়া এলাকায় এ নিয়ে বিচার সালিশ বৈঠক হয় বিচারে সে তার অপরাধের কথা শিকার করে। কয়েক দিনের মধ্যে প্রত্যেকের টাকা ফেরত দেওয়ার কথা বলে রাতের অন্ধকারে স্ত্রী ও বাচ্চাদের নিয়ে আতœগোপন করে এবং সেখান থেকে কোথায় চলে যে যায় তা আর কেউ বলতে পাওে না। এরপর হইতে সে আত্মগোপনে রয়েছে।
প্রতারক নিক্কনের বাসায় কেউ টাকা অথবা বিচারের আশায় গেলে তার পরিবারের লোকজন বলে নিক্কনের সাথে তাদের কোন সম্পর্ক নেই।প্রতারনার শিকার মোঃ আবদুল জলিলের ছেলে মোঃ নূরু বলেন যে, আমার ছোট ভাইকে অল্প টাকায় বেশী গম, ভুষি, ও খড়সহ অনন্য মাল দেওয়ার জন্য প্রতারক নিক্কন ও তার ভাই সাঈদকে প্রায় ৭ লক্ষ টাকা দিয়ে থাকি, এরপর তাদের দেইদিচ্ছি বলে জটিলতা দেখে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য প্রেশার দেই কিন্তু দুঃখের বিষয় ১ বছর কেটে গেলো এখনও টাকা পাইনি। প্রতারক দুই ভাইয়ের আপন মামা আবু বলেন, প্রতারক নিক্কন ও ভাই সাঈদ প্রতারক তাদেরকে দ্রæত বিচারের আওতায় আনা হোক।
প্রতারক বাটপার নিক্কন ও তার ভাই সাঈদ এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কয়েকজন ব্যবসায়ী বাদী হয়ে মামলা দায়ের করেন সেই মামলায় জেল খেটে জামিনে এসে আবারও সাধারন ব্যবসায়ীদের ধোকা দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করে দুই ভাই সাঈদ ও নিক্কন।কয়েকজন ব্যবসায়ী সাংবাদিকদের জানান, দেশের সবচে বড় ব্যবসায়ী এলাকা হল নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে এখান থেকে প্রতি জেলায় প্রতিদিন কোটি কোটি টাকার মাল যায় অন্য জেলা গুলুতে আর এরকম একটি ব্যবসায়ী জায়গায় তারা দুই ভাই কি ভাবে ব্যবসায়ীদের সাথে প্রতারনা করে তাদের নিঃস্ব করে দিচ্ছে।
তারা আরও বলেন এই এলাকায় কি প্রতারক সাঈদ ও নিক্কনের বিচার করার মত কি কেউ নেই। তাদের যুদি এখনই না থামানো যায় ভবিষ্যতে তারা বড় ধরনের কোন অপরাধ সংগঠিত করতে পারে।