বাংলাদেশ প্রগতি লেখক সংঘ ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ্য়ঁড়ঃ;ভাষার উদ্ভব, বিকাশ ও আন্দোলন্য়ঁড়ঃ; বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ জেলা বাসদ কার্যালয়ের হলরুমে চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক প্রদীপ সরকারের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয় ।
সেমিনারে মূল প্রবন্ধ (লিখিত) উপস্থাপন করবেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জাকির হোসেন।
বিষয়বস্তু ও সেমিনারপত্রের ওপর আলোচনা করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ও কবি দীপঙ্কর গৌতম, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল দাস, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস প্রমুখ। এ ছাড়াও
উপস্থিত সদস্যদের বৃন্দের মধ্য থেকে আলোচনা করেন কবি রইস মুকুল, কবি রঘু অভিজিৎ রায়, শ ম কামাল হোসেন, কবি চঞ্চল মেহমুদ কাশেম প্রমূখ।
আলোচকগণ বলেন, মানবজাতির ক্রমবিকাশের প্রয়োজনে ভাষার উদ্ভব ও বিকাশ হয়েছে। প্রকৃতির সাথে সংগ্রাম, জীবন সংগ্রাম ও উৎপাদন সংগ্রামে মানবজাতির নিজেদের মধ্যে ভাব বিনিময় ও মতামত বিনিময়ের একান্ত প্রয়োজন হয়ে পড়ে। ভাষা উদ্ভবের আগে মানুষ পশুপাখির মতই আকার ইঙ্গিতে মতামত ও ভাব
বিনিময় করত। ভাষার উদ্ভব ও কিছুটা বিকাশের পর শুরু হয়ে গেল ভাষার ওপর
নিয়ন্ত্রণ ও দখলদারিত্ব। পৃথিবীর বহূ জাতি-উপজাতির ওপর হামলা ও আক্রমণ করার উদ্দেশ্যে প্রথমেই আক্রমণ করা হয়েছে ভাষায় ওপর। পাকিস্তানের সরকারও বাংলা ভাষার ওপর সেই আক্রমণটি করেছিল। যার পরিণতিতে আমাদের দেশে ১৯৫২ সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। সেমিনারে গণসংগীত পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার শিল্পীবৃন্দ।