বন্দরে বিভিন্ন অপরাধে ৬ যুবককে আটক করেছে পুলিশ।
গত শনিবার (১৯ জানুয়ারী) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওই ৬ যুবককে আটক করা হয়।
আটককৃতরা হলো বন্দর থানার মাহমুদনগর এলাকার আহাম্মদ আলী মিয়ার ছেলে
রোমান (৪০) ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বেলগাছি এলাকার তোতা মিয়ার
ছেলে কামাল (২৭) দড়ি-সোনাকান্দা এলাকার শফিকুল মিয়ার ছেলে সিয়াম (১৭)
একই এলাকার আব্দাল গাফ্ফার মিয়ার ছেলে ইয়াসিন (১৯) ফরাজিকান্দা এলাকার
ইউনুছ ভূইয়া ছেলে ইরফান (১৯) ও বন্দর কলাবাগ এলাকার মহসিন মিয়ার ছেলে
রুবেল (৩০)।
পুলিশ আটকৃত ৬ যুবককে রোববার দুপুরে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে।