সিদ্ধিরগঞ্জে ৬৭৩ পিস ইয়াবা এবং দুই কেজি গাঁজাসহ মো. আলী নুর (৪৫) নামে
এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আলী নুর সিদ্ধিরগঞ্জের
শিমরাইল মধ্যপাড়ার মো. শমসের আলীর ছেলে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায়
তিনটি মাদক মামলা রয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১-এর
এএসপি মো. মোশারফ হোসেন।
তিনি জানান, শনিবার (১৮ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায়
মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ওই ইয়াবা এবং গাঁজাসহ মো.
আলী নুরকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।