ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নারায়ণগঞ্জ কমার্স কলেজ ও সরকারি তোলারাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর ড.শিরিন বেগম পক্ষ থেকে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরের শিশিরে নারায়ণগঞ্জ চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে নারায়ণগঞ্জ কমার্স কলেজ ও মহিলা আওয়ামীলীগ ও যুবমহিলা লীগে নেতৃবৃন্দ নিয়ে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
অমর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে প্রফেসর ড. শিরিন বেগম বলেন, আজকে মহান একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস। তাই আজ আমাদের কমার্স কলেজের শিক্ষক- শিক্ষার্থী ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে এসেছি শহীদ মীনার বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি। ৫২ সালে ভাষা আন্দোলনে সালাম, রফিক, বরকত সহ অসংখ্য মাতৃগর্ভ বীরশ্রেষ্ঠ শহীদদের হারিয়েছি আমরা। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষা পেয়েছি।
তিনি আরোও বলেন, আমরা যখন সংখ্যাগরিষ্ঠ ছিলাম তখন বঙ্গবন্ধু বলেছিলেন আমাদের পূর্ব বাংলা মাতৃভাষা হবে বাংলা। দেশ হবে স্বাধীন। এ কথার তিনিই লিড দিয়েছেন এবং তার অনুশারী আমরা। এছাড়া আমরা গর্ব করতে পারি আমাদের নারায়ণগঞ্জে ভাষা সৈনিক একেএম ওসমান আলী, একেএম শামসুজ্জোহা, নাগিনা জোহা, মমতাজ বেগম এর মত বীরশ্রেষ্ঠদের নিয়ে আমরা নারায়ণগঞ্জবাসী গর্ব করি।
এসময় উপস্থিত ছিলেন,জেলা মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নয়ন ,সদস্য রেহানা, মহানগর যুব মহিলালীগের সাধারণ সম্পাদক মনিরা সুলতানা মনি, কুতুবপুর ইউনিয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহানারা হাকিম সহ মহিলালীগ, যুবমহিলালীগে নেতৃবৃন্দগণ।
এছাড়াও পৃথক ভাবে পুষ্প অর্পণ করেন নারায়ণগঞ্জ কমার্স কলেজের উপাধ্যক্ষ সালমা বেগম, প্রভাষক যুক্তিবিদ্যা নিউলী আক্তার, অর্থনীতি ইউসুফ হোসেন,ইংরেজি অমিত কুমার মজুমদার,বাংলা রুমানা শারমিন পলিন, পৌরনীতি ও সুশাসন রেবেকা সুলতানা, গার্হস্থ্য হোসনে আরা পান্না, প্রভাষক হিসাববিজ্ঞান ও প্রশাসনিক কর্মকর্তা মো: সোহাগ মিয়া, প্রভাষক ব্যবস্থাপনা অনুরাধা সাহা, ইসলামের ইতিহাস মিজানুর রহমান, ইংরেজি মোহাম্মদ আল ফয়সাল, বাংলা কনিকা রানী দাস, অর্থনীতি ফাতেমা আক্তার সাথী,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খায়রুম নাহার পিংকি,মার্কেটিং তৃষ্ণা খন্দকার, কম্পিউটার প্রোগ্রামার রায়হান ইসলাম প্রমুখ।