নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবকলীগ কমিটি কাকে দিচ্ছে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
এ নিয়ে গুঞ্জনের শেষ নেই। কমিটিতে সেক্রেটারী কে-হচ্ছে? বিভিন্ন প্রশ্ন উঠেছে নারায়ণগঞ্জের রাজনিতী বীদের মধ্য।
সদর থানা স্বেচ্ছাসেবকলীগ কমিটিতে সভাপতি প্রার্থী একন জন হলেন সফিউল বাশার বাবু। অপর দুইজন সেক্রেটারী প্রার্থী হলেন রানা আহম্মেদ রবি মেম্বার ও রফিক প্রধান।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় গোগনগর সৈয়দপুরে বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের অডিটোরিয়ামে সদর থানা স্বেচ্ছাসেবকলীগ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সদর উপজেলা আলীরটেক ইউনিয়নের সাবেক মেম্বার রানা আহম্মেদ রবি। রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল প্রতিষ্ঠিত বব্যসায়ী। ১৯৯৬ সালে নৌকার প্রার্থী একেএম শামীম ওসমানের নির্বাচনেরর সময় আব্দুল গফুর রাজা সাহেবের হাত ধরে আওয়ামীলীগের রাজনীতিতে উত্থান হয়। এরপর তিনি ২০০৩ সালে আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য হন। ২০০১ সালে বর্তমান ৪ আসনে এমপি শামীম ওসমানের নৌকা প্রর্থী নির্বাচন সময় হামলা ও নির্যাতনের শিকার হন। ২০০৮ সালে আওয়ামীলীগের মহা জোটের নির্বাচনে ইউনিয়নের সাবেক ২ নং ওয়ার্ডের এজেন্ট ছিলেন। ২০১৯ সালে সদর থানা স্বেচ্ছাসেবকলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে রানা আহম্মেদ রবি মেম্বার সদর থানা স্বেচ্ছাসেবকলীগে সাধারণ সম্পাদকের প্রার্থী হয়েছেন বলে তার ঘনিষঠ জন জানান। এছাড়াও তারা আরোও জানান রবি মেম্বার একজন সফল মেম্বারের দায়ীত্ব পালন করেন এবং কেন্দ্রীয়, জেলা,মহানগর থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
রফিক প্রধান জানান, আমি ১৯৯৭ সালে ৬ষ্ঠ শ্রেনী থেকে শহীদ সাইদুল হিসান বাপ্পির সাথে আমার আওয়ামী লীগের রাজনীতিতে উত্থান হয়। আমি সদর থানা আওয়ামীলীগের সদস্য ও গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য। নাজির আহম্মেদ, হেলাল ভাই সহ বিভিন্ন নেতাদের সাথে আমার রাজনীতে পথচলা। আমার দাদা ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ছিলে। চাচা বীর মুক্তিযোদ্বা ছিলেন। আমারর পরিবার আওয়ামীলীগ করা পরিবারের সদস্য। আমি রড, ইট,বালুর, সিমেন্টের ব্যবসা করি এবং ল্যন্ডের ব্যবসা করি।
স্থানীয়দের তথ্যমতে সদর থানা স্বেচ্ছাসেবকলীগ সেক্রেটারী প্রার্থীকে ল্যান্ড ব্যবসা ও ইট বালু ও সিমেন্টের ব্যবসার অনিয়মের বিষয়ে রফিক প্রধানকে জিজ্ঞাস করলে তিনি এই প্রতিবেদককে বলেন আসেন চা খেয়ে যান! আমার ববিষয়ে খোজ-খবর নিয়ে যান!
তবে এনিয়ে নারায়ণগঞ্জ স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ মধ্যে চলছে নানা প্রশ্ন। তাদের মতে দলে জন্য যারা কাজ করবে তারাই যেন এ কমিটিতে স্থান পায়। এবং কোন বিতর্কিত লোক যেনো এ কমিটিতে স্থান না পায় সে বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ সুদৃষ্টি রাখবেন।