ফতুল্লায় পৃথক দুটি অভিযানে আট কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুরের রেল
স্টেশন রোডস্থ বরকত মেম্বারের বাড়ীর ভাড়াটিয়া আবু সাঈদের পুত্র সেন্টু (৪৫)
ও ব্যাংক কলোনী এলাকার আব্দুর রশীদ হাওলাদারের পুত্র মনির (৩৮)।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সেন্টুকে এবং সন্ধ্যায় মনির কে গ্রেপ্তার
করে। গ্রেপ্তারকৃত সেন্টুর নিকট থেকে ৫ কেজি ও মনিরের নিকট থেকে ৩ কেজি
গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন
কবির (২) সঙ্গীয় ফোর্স নিয়ে দাপা ইদ্রাকপুর রেলস্টেশন রোডস্থ বরকত মেম্বারের
ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী সেন্টু কে
গ্রেফতার করে।
সন্ধ্যা ছয়টার দিকে হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী
এলাকায় পৃথক অপর একটি অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী
মনির কে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত মনির বাক প্রতিবন্ধী (বোবা) বলে জানা
যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে পৃথক পৃথক দুটি মামলা দায়ের
করেছে।
বন্দরে সড়কে ট্রাক চলাচল বন্ধের দাবিতে অভিযোগপত্র দাখিল
বন্দরে অর্ধকোটি টাকা ব্যয়ে নবনির্মিত সড়কের উপর দিয়ে মাটির ট্রাক চলাচল
বন্ধের দাবিতে ইটভাটার বিরুদ্ধে আইনগত ববস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী
কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে ২২ গ্রামের বাসিন্দারা। নব
নির্মিত রাস্তা দিয়ে ভারি যানবাহন চলাচলে সড়কটি ভেঙ্গে ধসে পড়ে জনদূর্ভোগের আশঙ্কায় গনস্বক্ষরিত একটি অভিযোগপত্র বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে
বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর জমা দেন ভুক্তভোগী জাঙ্গাল,
হালুয়াপাড়া, শ্রীরামপুর, কাজিপাড়া ও বাগদোবাড়িয়া গ্রামবাসী।
গ্রামবাসী জানান, উপজেলার ধামগড় ইউপির হালুয়াপাড়া- শ্রীরাম-কাজিপাড়া
বিলের মাঝ বরারবর প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত পাকা সড়কের উপর
দিয়ে ইটভাটার মাটি বহনে ড্রাম ট্রাক চলাচলের প্রস্ততি নিয়েছেন ইটভাটার মালিক
পক্ষ। নবনির্মিত সড়কের উপর দিয়ে ভারি যানবাহন চলাচলে ভেঙ্গে ধসে পড়ে
জনদূর্ভোগ সৃষ্টি হবে।
সবেমাত্র নির্মিত এ রাস্তার উপর দিয়ে ড্র্রাম ট্রাক চলাচল কোনো ভাবেই সম্ভব না।
আমরা তার প্রতিবাদ করবো। সড়ক নির্মাণ ঠিকাদার আবু তাহের জানান,
নারায়যণগঞ্জ এলজিইডির ৪৮ লাখ টাকা বরাদ্দে গত দুই আগে পাকা রাস্তার কাজ
শেষ করা হয়। এই মুহুর্তে ভারি যানচলাচল করলে ভেঙ্গে ধসে পড়বে রাস্তা।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম কুদরত এ খুদা জানান,
অভিযোগ পাওয়ার পর ধামগড় ইউনিয়ন ভূমি কর্র্মকর্তা জাহাঙ্গীর আলমকে
ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নবনির্মিত সড়কের উপর দিয়ে কোনো প্রকার ভারি যান
চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়ে ইটভাটার মালিকদের জানানো হয়। নিষেধাজ্ঞা
অমান্যম করলেই আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।