বন্দরে লিবিয়া প্রবাসীর স্ত্রী স্বর্ণা আক্তার (১৯) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা
করেছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর দেড়টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর-ঘারমোড়াস্থ প্রবাসী সোহাগ প্রধানের ২য় তলা ভবনের ভাড়াটিয়া রুমে ওই আত্মহত্যার ঘটনাটি ঘটে।
আত্মহননকারী গৃহবধূ স্বর্ণা বেগম চর ঘারমোড়া এলাকার প্রবাসী সোহাগ প্রধানের
বাড়ি ভাড়াটিয়া ও ঘারমোড়া এলাকার ঘটক মরজল মিয়ার মেয়ে। এলাকাবাসীর
মাধ্যমে আত্মহত্যার ঘটনার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী উপ-পরিদর্শক জহিরুল
ইসলামসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ
করেছে।
এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরে প্রস্তুতি চলছে। আত্মহননকারী
গৃহবধূ স্বর্ণা আক্তারের পিতা ঘটক মরজল জানান, গত ৭ মাস পূর্বে আমার মেয়ে স্বর্ণাকে মুন্সিগঞ্জ এলাকার সোহেল নামে এক ছেলের সাথে বিয়ে দেই। বর্তমানে
সোহেল লিবিয়া প্রবাসে জীবন যাপন করছে।
গত বুধবার (২২ ফেব্রুয়ারী) রাতে আমার মেয়ে স্বর্ণা আক্তার কার সাথে যেন
মোবাইল ফোনে উচ্চস্বরে কথা বলতে শুনতে পাই। বৃহস্পতিবার দুপুরে মনের
ক্ষোভে আমার মেয়ে ভাড়াটিয়া বাড়ির সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস
লাগিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ আবু বকর ছিদ্দিক জানান, প্রবাসী স্ত্রী
আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মদনগঞ্জ ফাঁড়ী
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে
প্রেরণ করেছে।
তবে এখন পর্যন্ত আত্মহত্যার কারন জানা যায়নি। ময়না তদন্তের রির্পোট হাতে
পেলেই আত্মহত্যার কারন জানা যাবে।