1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
আমেরিকায় যাওয়ার স্বপ্ন অপূর্ণ রয়ে গেল শিক্ষার্থী সীমান্তর সীমান্তের রহস্যজট,বাবা বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত জাহাজ শ্রমিকদের হত্যাকারীরা দ্রুত গ্রেপ্তার না হলে কর্মবিরতির হুঁশিয়ারি ফতুল্লায় বিসমিল্লাহ ডাইং কারখানায় আগুন সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে না.গঞ্জে সংবাদ সম্মেলন অপহরণের আড়াই মাস পর ৯ম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করলো পুলিশ বুয়েট ছাত্র নিহতের ঘটনায় আসামিরা ২ দিনের রিমাণ্ডে সোনারগাঁয়ের মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ জেলা মটরস ওয়ার্কসপ ইউনিয়নের এসপি বরাবর স্মারকলিপি প্রদান বন্দরে সরকারি খাল দখল করে ঘর নির্মাণের অভিযোগ 

আড়াইহাজারে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৩ Time View

আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী
সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে বাতেন, রেজাউল, গিয়াসউদ্দিন, রমজান, নারী, আউয়াল,
মোসলেম, মোস্তফা, ফারুক ও সোহরাবের নাম জানা গেছে। তাদের উদ্ধার
করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গিয়াসউদ্দিন, রমজান, নারী, মোসলেম, মোস্তফা ও ফারুকের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

 

উপজেলার স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের শালমদী নয়াপাড়া ৭নং ওয়ার্ড
এলাকায় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বাতেন ও মোসলেমের
গ্রুপের মধ্যে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর এলাকায় দুইপক্ষের লোকজনের
চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার
আশঙ্কা করছে স্থানীয়া।

 

আহত মোসলেম বলেন, শালমদী চকের মধ্যে একটি ফসলী জমির ১২শতাংশ পৈত্রিক ওয়ারিশ সূত্রে তারা রেকর্ডীয় মালিক হয়েছেন। উক্ত জমি বাতেনগং জোরপূর্বক দখলে রেখেছেন। শুক্রবার জমিতে চারাগাছ রোপণ করে বাড়ি ফেরার পরই প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর অর্তর্কিত হামলা চালায়।

 

এসময় তারা শাবল ও লাঠিসোটা দিয়ে এলোপাথারি মারধর করে। এতে আমাদের নারী ও পুরুষসহ অন্তত ৬জন আহত হয়েছেন। এদিকে আহত বাতেন বলেন, জমিটি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে আমি ভোগদখলে রয়েছি। হঠ্যাৎ করে প্রতিপক্ষ রেজাউলসহ তার লোকজন জমিটি অবৈধভাবে দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিয়ে তাদের লোকজন আমাদের লোকজনকে বেধরক মারপিট করে। এতে অন্তত ৮ থেকে ৯জন গুরুতর আহত হয়েছেন।

 

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক বলেন, স্বাস্থ্যগত অবস্থার অবনতি হওয়ায় ৬জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ হাতে পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL