আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী
সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে বাতেন, রেজাউল, গিয়াসউদ্দিন, রমজান, নারী, আউয়াল,
মোসলেম, মোস্তফা, ফারুক ও সোহরাবের নাম জানা গেছে। তাদের উদ্ধার
করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গিয়াসউদ্দিন, রমজান, নারী, মোসলেম, মোস্তফা ও ফারুকের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
উপজেলার স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের শালমদী নয়াপাড়া ৭নং ওয়ার্ড
এলাকায় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বাতেন ও মোসলেমের
গ্রুপের মধ্যে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর এলাকায় দুইপক্ষের লোকজনের
চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার
আশঙ্কা করছে স্থানীয়া।
আহত মোসলেম বলেন, শালমদী চকের মধ্যে একটি ফসলী জমির ১২শতাংশ পৈত্রিক ওয়ারিশ সূত্রে তারা রেকর্ডীয় মালিক হয়েছেন। উক্ত জমি বাতেনগং জোরপূর্বক দখলে রেখেছেন। শুক্রবার জমিতে চারাগাছ রোপণ করে বাড়ি ফেরার পরই প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর অর্তর্কিত হামলা চালায়।
এসময় তারা শাবল ও লাঠিসোটা দিয়ে এলোপাথারি মারধর করে। এতে আমাদের নারী ও পুরুষসহ অন্তত ৬জন আহত হয়েছেন। এদিকে আহত বাতেন বলেন, জমিটি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে আমি ভোগদখলে রয়েছি। হঠ্যাৎ করে প্রতিপক্ষ রেজাউলসহ তার লোকজন জমিটি অবৈধভাবে দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিয়ে তাদের লোকজন আমাদের লোকজনকে বেধরক মারপিট করে। এতে অন্তত ৮ থেকে ৯জন গুরুতর আহত হয়েছেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক বলেন, স্বাস্থ্যগত অবস্থার অবনতি হওয়ায় ৬জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ হাতে পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।