ফতুল্লার দাপা ইদ্রাকপুর থেকে ৭ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী শিশু পাওয়া
গিয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে স্থানীয়রা দাপা ইদ্রাকপুর সাহারা সিটি
বালুর মাঠ থেকে উদ্ধার করে রাতে ফতুল্লা থানায় নিয়ে আসে।
ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মোসাম্মৎ শাহাজাদী বেগম জানায়, শিশুটি বাক প্রতিবন্ধী। নাম ঠিকানা কিছুই বলিতে পারে না।
বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে স্থানীয় দুটি মহিলা শিশুটি কে একা দেখতে পায়। পরে শিশুটির অভিভাবক কাউকে না পেয়ে রাত দশটার দিকে থানায় নিয়ে আসে।
শিশুটির পরিচয় জানলে ফতুল্লা মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। নারী ওশিশু সাভির্স ০১৩২০০৯০৬২১,ডিউটিফিসার -০১৩২০০৯০৪০৮ নাম্বার যোগাযোগ করতে বলা হয়েছে।