বন্দরে চুরি ঘটনা পরিবারকে জানানোর জের ধরে ইলেকট্রনিক্স ও ফার্নিচার দোকানে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সন্ত্রাসী মোহাম্মদ আলী গংদের বিরুদ্ধে। ওই সময় হামলাকারিদের অস্ত্রের আঘাতে সাংবাদিক ও ২ নারীসহ ৬ জন রক্তাক্ত জখম হওয়ার খবর পাওয়া গেছে।
আহতরা হলো সাংবাদিক নূর মোহাম্মদ সুজন (২৮) ও তার ভাই ডাক্তার
সোহেল (৩২)। গত সোমবার (২০ ফেব্রুযায়ী) রাতে বন্দর উুপজেলার
ধামগড় ইউনিয়নের চিড়াইপাড়া এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ক্ষতিগ্রস্থ্য প্রতিষ্ঠানের মালিক সোহাগ বাদী হয়ে ৯ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অেিযাগ দায়ের করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার চিড়াইপাড়া এলাকার মৃত মনির হোসেনের ছেলে নূর মোহাম্মদ সুজন, সোহেল তারা দুই ভাই নিজ বাড়ির সামনে ইলেকট্রনিক্স দোকান থেকে গত ১৮ফেব্রুয়ারী একই এলাকার মুদি ও ভাঙ্গারি দোকানদার বারেক মিয়ার শিশু ছেলের একটি ফুটবল চুর করে নিয়ে যায়।
চুরির ঘটনাটি সিসি ক্যামারায় ধারনকৃত ভিডিও গত ২০ ফেব্রুয়ারী রাতেপরিবারকে জানালে এতে ক্ষিপ্ত হয়ে উঠে বারেকসহ তার পরিবারের লোকজন। ওই সময় বারেক মিয়ার চাচাত ভাই মোহাম্মদ আলী নেতৃত্বে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল দেশিও অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে ইলেকট্রনিক্স দোকানে হামলা চালায়। ওই সময় দোকান মালিক সাংবাদিক নূর মোহাম্মদ সুজন ও তার ভাই ডাক্তার সোহেল বাধা প্রদান করলে ওই সময় হামলাকারিরা ধারালো অস্ত্র দিয়ে ডাক্তার সোহেলের মাথায় কপিয়ে জখমসহ ৬ জনকে আহত করে।
এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের ইনর্চাজ পুলিশ পরিদর্শক এইচ.এম. মাহমুদ
জানান, সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার ঘটনাটি সিসি ক্যামারায় ধারনকৃত ভিডিওতে প্রমান পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।