রূপগঞ্জে কবি লায়ন সালেহ আহমেদ এর একক কাব্যগ্রন্থ “নীলবিষ শুভ্রা তোমার জন্য” এর মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে এ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন করেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, জাগ্রত সাহিত্য পরিষদ বাংলাদেশ এর পৃষ্ঠপোষক লায়ন নাজনীন সুলতানা লুনা, নারায়ণগঞ্জ জেলা খেলাঘর এর সভাপতি জহিরুল ইসলাম জহির, রূপগঞ্জ উপজেলা খেলাঘর এর সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের ডাক্তার গোলাম মোস্তফা, কবি ও গীতিকার কামরুন নাহার শিপু, সোনারগাঁও খেলাঘর এর সাধারন সম্পাদক লায়ন রাজা রহমান, কবি ও সাহিত্যিক লায়ন হাসিনা সুলতানা সহ অনেকে।