ফতুল্লায় ৫ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো-মো. রফিক (২৮), মো. হাসমত, মো. মনির হোসেন (৩৩), মো. রাশেদুল ইসলাম (২৬), মো. শহিদুল ইসলাম (২০) ও মো. রুবেল (১৮)। শুক্রবার (২৪) ফেব্রুয়ারি দিবাগত রাতে ফতুল্লার ইসলাম নগর এলাকায় অভিযান চালিয়ে ওই গাঁজাসহ গ্রেপ্তার করে র্যাব-১১।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা ৎদীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।