একুশের বই মেলায় বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জের কবিতাঞ্জলি “লক্ষ্যাপারে-
২০২৩” ও “জুহি সিরিজ” শনিবারের সাহিত্য আড্ডায় পাঠ উন্মোচন করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমি চত্বরে বাংলাদেশ রাইটার্স ক্লাব
স্টলের সামনে পাঠ উন্মোচন এর উদ্বোধন করেন জাতিসত্তার কবি ও বাংলা
একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।
পাঠ উন্মোচনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইটার্স ক্লাবেট ভারপ্রাপ্ত সভাপতি শেখ
রবিউল হক, কথা সাহিত্যিক সাইদা হুদা, কথা সাহিত্যিক ও কবি মেহেরুন নেসা,
কবি ইউসুফ রেজা, জাহাঙ্গীর হোসাইন, সেলী সেলিনা, মাসরুরা লাকী, মোর্শেদ
চন্দন, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কাজী আনিসুল
হক, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আরজু, সদস্য সালমা ডলি, ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম সামাদ মতিন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম,
কবি আবুল কালাম আজাদ ও কবি ইয়াদী মাহমুদ প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহম্মেদ খোকন, জাহাঙ্গীর
হোসেন, অপু রহমান ও মিঠুন সরদার।