রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও গাজী গ্রুপের উপব্যবস্থাপনা
পরিচালক গাজী গোলাম মূর্তজা পাপ্পা বলেছেন,জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছিলেন বলেই বাঙ্গালী জাতি লেখাপড়া করে শিক্ষিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মনখালী
এলাকায় হাবিবুর রহমান হারেজ কমপ্লেক্স ট্রাষ্ট কর্তৃক পরিচালিত আলহাজ্ব লায়ন
মুহাম্মদ হাবিবুর রহমান হারেজ সিটি কলেজ, আলহাজ্ব লায়ন মুহাম্মদ হাবিবুর
রহমান হারেজ মডেল হাই স্কুল ও আলহাজ্ব লায়ন মুহাম্মদ হাবিবুর রহমান হারেজ
কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, নবীনবরণ, পুরস্কার বিতরণ ও
সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে উল্লেখ
করে গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মূর্তজা পাপ্পা আরো
বলেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে, দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হলে,
শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই। একটি সন্তান শিক্ষিত হলে সে অপরাধ করতে
পারে না, মাদকাসক্ত হতে পারে না, সন্ত্রাস করতে পারে না, দুর্নীতি করতে পারে না।
আদর্শ জাতি গড়তে হলে শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই। সে শিক্ষা হতে হবে
সুশিক্ষা, সে শিক্ষা হতে হবে নৈতিকতা সমৃদ্ধ ও মূল্যবোধ সমৃদ্ধ। যে শিক্ষা
অবক্ষয়ের দিকে নিয়ে যায়, সে শিক্ষা শিক্ষা নয়।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, বিনিয়োগ করুন সন্তানদের পেছনে।
দালানকোঠা করার দরকার নেই। সন্তানদের শিক্ষিত করুন। এটাই হবে বড়
বিনিয়োগ। তবে সন্তানরা যেন বিপথে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
হাবিবুর রহমান হারেজ কমপ্লেক্স ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব লায়ন
মুহাম্মদ হাবিবুর রহমান হারেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম হেলো, রূপগঞ্ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের
সদস্য মোহাম্মদ আনছার আলী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর
রহমান শাহিন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুম চৌধুরী অপু
সহ অনেকে।
অপরদিকে, রবিবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার
আতলাপুর এলাকায় ভোলাবো ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যৌথ
সভায় যোগ দেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও গাজী গ্রুপের
উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মূর্তজা পাপ্পা।
ভোলাবো ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান এর সভাপতিত্বে ও
ভোলাবো ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ হাসান আশকারী সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, ভোলাবো ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ খন্দকার, সাধারন সম্পাদক কাউসার প্রধান সহ অনেকে।